ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

'ডু অর ডাই' ম্যাচে ব্যাটিংয়ে ইংল্যান্ড

'ডু অর ডাই' ম্যাচে ব্যাটিংয়ে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২২ | ০২:৩১ | আপডেট: ০১ নভেম্বর ২০২২ | ০৩:৩০

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে আজ দিনের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি ইংল্যান্ড নিউজিল্যান্ড। ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে হাইভোল্টেজ এই ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। এই  ম্যাচ জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হবে কিউইদের। আর নিজেদের সেমিতে ওঠার সম্ভাবনাকে এক ধাপ এগিয়ে নিতে হলে জিততে হবে ইংলিশদেরও।

৩ খেলায় ২ জয় ও ১ ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড। সমানসংখ্যক ম্যাচে ১ জয়, ১ হার আর ১টি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ৩ পয়েন্ট নিয়ে রানরেটে এগিয়ে টেবিলের তৃতীয়স্থানে রয়েছে ইংল্যান্ড।

ইংল্যান্ড একাদশ: জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), অ্যালেক্স হেলস, ডেভিড মালান, বেন স্টোকস, হ্যারি ব্রুক, মঈন আলী, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, ক্রিস ওকস, আদিল রশিদ, মার্ক উড।

নিউজিল্যান্ড একাদশ: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, ড্যারিল মিচেল, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, ইশ শোধি, টিম সাউদি, লোকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।

আরও পড়ুন

×