ঢাকা বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

পদত্যাগ করতে চান না, জানালেন জার্মানির কোচ

পদত্যাগ করতে চান না, জানালেন জার্মানির কোচ

জার্মানির কোচ হানসি ফ্লিক। ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২২ | ০৮:৫১ | আপডেট: ০২ ডিসেম্বর ২০২২ | ০৮:৫১

‘শেষ বাঁশির সঙ্গেই চাকরি শেষ হয়ে গেছে।’ সৌদি আরবের বিপক্ষে জিতেও গ্রুপ পর্বে বিদায় নিয়েছে মেক্সিকো। ১৯৭৮ সালের পর নকআউটে যেতে না পারার ব্যর্থতা মাথায় নিয়ে মেক্সিকোর আর্জেন্টাইন কোচ টাটা মার্টিনো ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনেই জানিয়ে দেন নিজের ভবিষ্যত। 

একই রকম কথা বলেছেন বেলজিয়ামের স্প্যানিশ কোচ রর্বাতো মার্টিনেজ। বেলজিয়ামের দ্বিতীয় সোনালি প্রজন্মের বিশ্ব জয়ের শেষ সুযোগ ছিল কাতার। গ্রুপ পর্বে বিদায় নিয়ে ওই স্বপ্ন ভঙ্গের পর মার্টিনেজ বলেছেন, ‘আমি নিশ্চিতভাবেই দায়িত্বে থাকছি না। বেলজিয়ামে আমার কাজ শেষ হয়েছে।’

তবে জার্মানির কোচ হানসি ফ্লিক ওই পথে হাঁটছেন না। রাশিয়া বিশ্বকাপের পর কাতারেও চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা গ্রুপ পর্বে বিদায় নিয়েছে। ফ্লিকের চাকরির সুতোয়ও টান পড়েছে। তবে ২০২৪ সালের ইউরো পর্যন্ত কাজ চালিয়ে যেতে আগ্রহী তিনি। 

জার্মান টিভি এআরডি’কে ফ্লিক বলেছেন, ‘আমার দিক থেকে আমি কাজটা উপভোগ করছি। আমাদের দলটা ভালো। তরুণ খেলোয়াড় উঠে আসছে। কিন্তু দায়িত্বে থাকা আমার ওপর নির্ভর করছে না।’

ফ্লিক ছিলেন জার্মানির সাবেক কোচ জোয়াকিম লো’র সহকারী। এরপর বায়ার্ন মিউনিখের কোচ হয়ে দুর্দান্ত সফলতা পান তিনি। ট্রেবল জয়ের কীর্তি গড়েন। কিন্তু জাতীয় দলের ডাগআউটে দাঁড়িয়ে সফলতা পেলেন না। জোয়াকিম লো’র অধীনে ইউরোয় শেষ ষোলোয় বিদায় নিয়েছিল দলটি। এবার বিশ্বকাপে গ্রুপ পর্বে থামল জার্মান যন্ত্র। এর আগে জোয়াকিম লো’র দল রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্বে বিদায় নিলেও চাকরি যায়নি তার। ফ্লিকও তাই আশায় থাকতে পারেন।

আরও পড়ুন

×