ফিরেই সাইফের সেঞ্চুরি

ছবি: বিসিবি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০১৯ | ০৬:২৯ | আপডেট: ১৯ অক্টোবর ২০১৯ | ০৪:৪০
শ্রীলংকা 'এ' দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের ম্যাচে দারুণ এক সেঞ্চুরি করেন সাইফ হাসান। তার খেলায় মুগ্ধ বিসিবির নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, লম্বা ফরম্যাটের জন্য প্রস্তুত সাইফ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় পর্বে রংপুর বিভাগের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি তুলে নিলেন ঢাকার সাইফ। খেলতে নেমেই সেঞ্চুরি হাঁকিয়ে ভারত সফরে ডাক পাওয়ার সম্ভাবণা উজ্জ্বল করলেন তিনি।
তার ব্যাটে ভর করে রংপুরের বিপক্ষে ছুটছে ঢাকা বিভাগ। প্রথম দিন শেষে ৪ উইকেট হারিয়ে তুলেছে ৩১৪ রান। সাইফ হাসান ১৭৩ বলে ১৩ চার ও তিন ছক্কায় খেলেন ১২০ রানের ইনিংস। এরপর রিটায়ার্ড হার্ট হয়ে উঠে যান তিনি। ঢাকার হয়ে রনি তালুকদার ও রাকিবুল হাসান ফিফটি করেন। ওদিকে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে খুলনা বিভাগের বিপক্ষে ২৬১ রানে অলআউট হয়েছেন মুশফিকুর রহিম-নাজমুল ইসলাম শান্তরা।
রাজশাহী বিভাগের হয়ে জুনায়েদ সিদ্দিকি ফিফটি করে আউট হন। ফরহাদ হোসাইন করেন ৪৬ রান। এছাড়া নাজমুল শান্ত (২৩) ও মুশফিকুর রহিম (২৪) সেট হয়ে আউট হন। ওদিকে খুলনার হয়ে স্পিনার মেহেদি মিরাজ নেন ৪ উইকেট। প্রথম দিনে রাজশাহী অলআউট হলেও খুলনা এখনও ব্যাটে নামেনি। রাজশাহীর মতো ঢাকা মেট্রো ২৪১ রানে অলআউট হয়ে গেছে সিলেট বিভাগের বিপক্ষে।
মাহমুদুল্লাহ দলের হয়ে ৬৩ রান করেন। শহিদুল ইসলাম ফিফটি করে। সিলেটের হয়ে এনামুল হক জুনিয়র নেন ৪ উইকেট। ব্যাট করতে নেমে সিলেট ৫ রানে হারিয়েছে ১ উইকেট। ওদিকে ফতুল্লার খান সাহেব উসমান আলী স্টেডিয়ামে বরিশাল বিভাগের বিপক্ষে ৪ উইকেট হারিয়ে ২৬১ রান তুলেছে চট্টগ্রাম বিভাগ। ইনজুরির কারণে তামিম এ ম্যাচে খেলতে পারেননি। চট্টগ্রাম ১৪৪ রানেই হারায় ৪ উইকেট। পরে ইয়াসির আলী খান ৬৮ এবং মাহিদুল ইসলাম ৬৯ রান করে দিন শেষ করেন।