ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ফ্রান্স-মরক্কোর ‘এক্স ফ্যাক্টর’ হতে পারেন যিনি

ফ্রান্স-মরক্কোর ‘এক্স ফ্যাক্টর’ হতে পারেন যিনি

ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২২ | ১০:৩৪ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২২ | ১০:৩৪

কাতার বিশ্বকাপে পারফরম্যান্সের দ্যুতি ছড়াচ্ছেন গোলরক্ষকরাও। ফ্রান্সের হুগো লরিস, মরক্কোর ইয়াসিন বোনো সেই তালিকায় থাকা দুজন। লরিস ও বোনো আজকের সেমিফাইনালে একে অন্যের প্রতিপক্ষ; যাঁদের লক্ষ্য থাকবে নিজেদের গোলপোস্টে অতন্দ্র প্রহরীর ভূমিকা নেওয়া, প্রতিপক্ষ খেলোয়াড়দের শট অকার্যকর করে দলকে ফাইনালে তোলা। ফ্রান্স-মরক্কো সেমিফাইনাল ম্যাচের এক্স-ফ্যাক্টর হতে পারেন এ দুই গোলরক্ষক।

এই বিশ্বকাপে মরক্কোর সেমিফাইনালে ওঠার পেছনে বড় অবদান গোলরক্ষক বোনোর। বিশ্বকাপে চার ম্যাচ খেলে তিনটিই ‘ক্লিনশিট’ রেখেছেন তিনি। পুরো টুর্নামেন্টে মরক্কোর জালে বল গেছে একবারই। সেটও আত্মঘাতী। বোনো কতটা ভালো কিপিং করছেন, পরিসংখ্যান দিয়ে তা বোঝানো যাবে না। 

‘এক হাজার পেনাল্টি’ শুটের অনুশীলন করে বিশ্বকাপে আসা স্পেনকে শেষ ষোলো থেকে বিদায় নিতে হয়েছে মরক্কান গোলরক্ষকের কারণেই। টাইব্রেকারে স্প্যানিশদের তিনটি শট ঠেকিয়ে দেন বোনো। এমনকি পর্তুগালের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোও ‘ওয়ান অন ওয়ানে’ এই মরক্কানের প্রাচীর ভেদ করতে পারেননি। 

অবিশ্বাস্য ছন্দে থাকা ৩১ বছর বয়সী সেভিয়ার এ গোলরক্ষকের সামনে সেমিফাইনাল পরীক্ষা। অলিভার জিরুদ, কিলিয়ান এমবাপ্পের মতো বড় তারকাদের সামনে প্রতিরোধের দেয়াল তুলতে হবে তাঁকে। ফ্রান্স অধিনায়ক হুগো লরিসকে এখন পর্যন্ত বিশ্বকাপে তেমন একটা কঠিন পরীক্ষায় পড়তে হয়নি। অতিরিক্ত সময় ও টাইব্রেকারে যেতে হয়নি। 

তবে ইংল্যান্ডের বিপক্ষে লরিস দেখিয়েছেন তিনি ঠিক কী করতে পারেন। ইংলিশদের একের পর এক আক্রমণ আটকে গেছে টটেনহ্যাম এ গোলরক্ষকের গল্গাভসে। তবে এই বিশ্বকাপে যে কয়টি ম্যাচ খেলেছে মরক্কো ও ফ্রান্স, সেগুলোর আলোকে বোনো-লরিসের তুলনা করা হলে বোনোকেই এগিয়ে রাখতে হবে।

আরও পড়ুন

×