ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ড্রেসিংরুমে চিন্তা ভর করেছিল, স্বীকার করলেন রাহুল

ড্রেসিংরুমে চিন্তা ভর করেছিল, স্বীকার করলেন রাহুল

ছবি: টুইটার

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২২ | ০১:০০ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২২ | ০১:০০

জয়ের লক্ষ্য ১৪৫। তৃতীয় দিনের কেবল শেষ সেশন। ভারতীয় ব্যাটাররা হয়তো ভাবেননি উইকেট হারানোর মিছিলে নেমে হারের শঙ্কায় পড়বেন তারা। বাংলাদেশ ৩৭ রানে চতুর্থ এবং ৭৪ রানে সপ্তম উইকেট তুলে নেয়। হারের শঙ্কায় পড়ে যায় ভারত। যদিও দলটির অধিনায়ক কেএল রাহুল দাবি করেছেন, মিডল অর্ডারে যারা ছিলেন তাদের ওপর ভরসা ছিল তাদের। ড্রেসিংরুমে ভয় ভর করার বিষয়টিও অস্বীকার করেননি তিনি। 

রাহুল বলেন, ‘এমন পরিস্থিতিতে মিডল অর্ডার ব্যাটারদের ওপর ভরসা করতেই হবে। তারা ভরসা করার মতো অনেক ক্রিকেট খেলেছেন। তবে মিথ্যা বলবো না, ড্রেসিংরুমে চিন্তা ভর করেছিল। ব্যাট করার জন্য এটা কঠিন উইকেট। দুই ইনিংসেই তারা আমাদের চাপে ফেলে দিয়েছিল। এটা নতুন বলের উইকেট,বল কিছুটা নরম হলে ব্যাট করা সহজ হচ্ছিল।’ 

রাহুল জানান, লোয়ার অর্ডার ব্যাটাররা আগেও তাদের ম্যাচ জিতিয়েছেন। দেশের বাইরে তারা সাফল্য এনে দিয়েছেন। একটু বেশি উইকেট হারিয়ে ফেললেও জয় পাওয়ায় খুশি রোহিত শর্মার জায়গায় দলকে নেতৃত্ব দেওয়া রাহুল। জয়ের জন্য বোলারদের কৃতিত্ব দেন তিনি। অনেক বছর ধরে দেশের বাইরে বোলাররা তাদের টেস্ট জেতাচ্ছে বলে উল্লেখ করেন। 

দুই টেস্টে ভালো ব্যাটিং করায় তিনে নামা চেতেশ্বর পূজারা সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন। এই পূজারা টেস্ট দল থেকে জায়গা হারাতে বসেছিলেন। তার জায়গায় তরুণদের কথা ভাবা হচ্ছিল। তবে পূজারা জানান, অনেক প্রথম শ্রেণির ম্যাচ খেলে, নিজের ব্যাটিং নিয়ে কঠোর পরিশ্রম করেছেন তিনি। 

পূজারা বলেন, ‘টেস্ট ক্রিকেটের মধ্যে মাঝে মাঝে অনেক গ্যাপ পড়ে যায়। তখন প্রস্তুত হওয়ার সুযোগ পাওয়া যায়। আমি মনে করি, টেস্টে উন্নতি করার জন্য প্রথম শ্রেণির ক্রিকেট খুবই গুরুত্বপূর্ণ। আপনার মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে। মানসিকভাবে কঠোর হলে এবং প্রস্তুতি থাকলে আপনি ভালো করবেন। দারুণ এক প্রতিযোগিতামূলক সিরিজ হয়েছে।’

আরও পড়ুন

×