গ্যাকপোকে দলে ভেড়ানোর রাতে ভিলাকে হারিয়েছে লিভারপুল

ছবি- এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২২ | ০২:০৫ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২২ | ০২:০৫
বিশ্বকাপের অন্যতম সেরা উদীয়মান তারকা নেদারল্যান্ডসের কোডি গ্যাকপো। তার দিকে নজর দিয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হাগ। বৃটিশ গণমাধ্যমের খবর, ডাচ তারকার সঙ্গে কথাবার্তা পাকাও করে ফেলেছিল রেড ডেভিলরা। বাকি ছিল গ্যাকপোর ক্লাব পিএসভির সঙ্গে দরকষাকষি। তবে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে দলবদলের বাজারে জিতে যায় লিভারপুল। একই রাতে বিশ্বকাপ–বিরতির পর প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে অ্যাস্টন ভিলাকে হারিয়েছে লিভারপুল।
সোমবার রাতে পিএসভির বিবৃতিতে বলা হয়, 'কোডি গ্যাকপোকে নিয়ে পিএসভি এবং লিভারপুল কর্তৃপক্ষ সমঝোতায় পৌঁছেছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে ইংল্যান্ডে পাড়ি জমাবেন আক্রমণভাগের এই ২৩ বছর বয়সী খেলোয়াড়।'

ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়, ক্লাব সূত্রের খবর কোডি গ্যাকপোকে ভেড়াতে ৩৭ মিলিয়ন পাউন্ড খরচ করছে লিভারপুল। জানুয়ারিতেই অ্যানফিল্ডে যোগ দেবেন ২৩ বছর বয়সী উইঙ্গার।
গাকপোকে দলে ভেড়োনোর রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে অ্যাস্টন ভিলার বিপক্ষে ৩-১ গোলে জিতেছে লিভারপুল। লিভারপুলের হয়ে প্রথম গোলটি করেন সালাহ । এরপর তার পাস থেকেই ব্যবধান দ্বিগুণ করেন ভার্জিল ফন ডাইক। দ্বিতীয়ার্ধের শুরুতে ওয়াটকিনস ব্যবধান কমালেও বদলি নামার দুই মিনিটের মধ্যে গোল করে তিন পয়েন্ট প্রায় নিশ্চিত করে ফেলেন স্তেফান বাইচেতিচ।
বিশ্বকাপ শেষে হার দিয়ে শুরু করা অ্যাস্টন ভিলা ১৬ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে রয়েছে ১২ নম্বরে। আর জয় পাওয়া লিভারপুল ১৫ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে । ১৫ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্সেনাল।