‘পেলে সর্বকালের সেরা’, মেনে নিয়েছিলেন ম্যারাডোনাও

ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২২ | ০৪:১৮ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২২ | ০৪:২৭
‘তর্কসাপেক্ষে’ সর্বকালের সেরা। কিংবদন্তি পেলেকে নিয়েও কথাটা বলা হয়। কারণ সর্বকালের সেরা পেলে নাকি ডিয়াগো ম্যারাডোনা, নাকি লিওনেল মেসি কিংবা ক্রিস্টিয়ানো রোনালদো এই প্রশ্নে তর্ক জমে। অনেক ফুটবল বিশেষজ্ঞ ভিন্ন ভিন্ন মত দেন, ভক্তরা নিজের প্রিয় খেলোয়াড়রাকে এগিয়ে রাখতে পছন্দ করেন।
মেসি এবং রোনালদো অবশ্যই সর্বকালের সেরাদের একজন। তবে সবর্কালের সেরার প্রশ্নটা পেলে এবং ম্যারাডোনার মধ্যেই বেশি। যদিও ওই প্রশ্নের উত্তর বহু আগেই দিয়ে রেখেছেন একজন ম্যারাডোনা। এক পায়ে একক নেতৃত্বে আর্জেন্টিনাকে একটা বিশ্বকাপ জিতিয়েছিলেন ফুটবল ঈশ্বর খ্যাত ম্যারাডোনা।
তবু কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনার চোখে তিনটি বিশ্বকাপ জেতা পেলে সবার ওপরে। পেলের সঙ্গে তুলনায় সবসময় তিনি ছিলেন নতজানু, ‘না না, ম্যারাডোনা হচ্ছে ম্যারাডোনা। পেলে সেরাদের সেরা। আমি কেবল একজন সাধারণ ফুটবলার। সকলেই জানেন তিনি (পেলে) সর্বকালের সেরা, আমি তার সমতুল্য হওয়ার কথা ভাবিও না।’

পেলের প্রতি ম্যারাডোনার যেমন সম্মান ছিল তেমনি দু’বছর আগে মারা যাওয়া ম্যারাডোনাকে অত্যন্ত স্নেহ করতেন পেলে। আর্জেন্টাইন তারকার মৃত্যুতে পেলে বলেছিলেন, ‘আশা করছি, স্বর্গে আমরা একসঙ্গে ফুটবল খেলবো। গোল না করেও আমি মুষ্টিবদ্ধ হাত উচিয়ে উদযাপন করবো। কারণ তোমাকে যে আলিঙ্গন করবো।’
পেলে এবং ম্যারাডোনার জন্ম ভিন্ন সময়ে। ভিন্ন ক্লাব এবং দেশের জার্সিতে খেলেছেন তারা। তবে তাদের মধ্যে মিল ছিল বেশ কিছু। দু’জন নাম্বার টেন পরে খেলতেন। দু’জন জাতীয় দলের হয়ে সমান (পেলে ৯০, ম্যারাডোনা ৯১) ম্যাচ খেলেছেন। সব মিলিয়ে দু’জনের শিরোপাও সমান। তাদের দু’জনকে নিয়ে মেসুত অজিল তাই লিখেছেন, ‘আপনার অবদান চিরঅম্লান থাকবে পেলে। আমি নিশ্চিত পেলে এবং ম্যারাডোনাকে নিয়ে গড়া হেভেন এফসি (স্বর্গের ফুটবল ক্লাব) হবে অপ্রতিরোধ্য।’

- বিষয় :
- পেলে
- পেলের মৃত্যু
- পেলে-ম্যারাডোনা
- পেলে-ব্রাজিল