ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

কুমিল্লার হয়ে বিপিএল খেলতে আসছেন মালান

কুমিল্লার হয়ে বিপিএল খেলতে আসছেন মালান

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৩ | ০৭:২০ | আপডেট: ০৩ জানুয়ারি ২০২৩ | ০৭:২১

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরের জন্য শাহিন শাহ আফ্রিদিকে দলে ভিড়িয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কিন্তু চোটের কারণে আসর শুরু হওয়ার আগেই ছিটকে গেলেন তিনি। সেই ধাক্কা সামলে উঠার আগেই বড় চমক দিলো কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ফ্রাঞ্চাইজি। সাবেক নাম্বার ওয়ান টি-টোয়েন্টি ব্যাটসম্যান ডেভিড মালানকে দলে ভিড়িয়েছে তারা।

তিনবারের বিপিএল শিরোপা জয়ীদের হয়ে খেলার জন্য ৫ জানুয়ারি ঢাকায় আসছেন ইংল্যান্ডের এই টপ অর্ডার ব্যাটার। তবে মাত্র দুই ম্যাচ মালানের সার্ভিস পাবে কুমিল্লা। প্রথম দুই ম্যাচ খেলেই সংযুক্ত আরব আমিরাতে উড়াল দেবেন তিনি। সেখানে আইএলটি-টোয়েন্টিতে অংশ নেবেন তিনি।

কুমিল্লার শেয়ার করা এক ভিডিও বার্তায় মালান বলেন, আমি ডেভিড মালান বলছি। বিপিএল এ ২০২৩ এ আমি কুমিল্লা ভিক্টোরিয়ান্সে যোগ দিতে যাচ্ছি। একটা ভালো স্কোয়াডের সঙ্গে খেলতে পারবো ভেবেই আমি আনন্দিত। 

এর আগে বিপিএলের দুই মৌসুমে খেলেছিলেন মালান। ২০১৫ সালে বরিশাল বুলসের হয়ে ও ২০১৯ সালের বিপিএলে কুমিল্লা ওয়ারিয়র্সের হয়ে খেলতে দেখা যায় তাকে। সেবার দলটির হয়ে নেতৃত্বও দিয়েছিলেন মালান। বরিশাল বুলসের হয়ে ৯ ম্যাচ খেলে ৩০ গড়ে করেন ২৪০ রান। আর কুমিল্লা ওয়ারিয়র্সের হয়ে ১১ ম্যাচ খেলে ১টি সেঞ্চুরিতে ৪৪৪ রান করেন।

আরও পড়ুন

×