সিডনি টেস্ট ড্র, ২০০ করতে না পারার আক্ষেপ নেই খাজার

ছবি- ক্রিকেট অস্ট্রেলিয়া
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৩ | ১২:২৯ | আপডেট: ০৮ জানুয়ারি ২০২৩ | ১২:২৯
বৃষ্টি বিঘ্নিত অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিডনি টেস্ট ড্র হয়েছে। এতে করে তিন ম্যাচের সিরিজ ২-০তে জিতে নেয় স্বাগতিক দল।
সিডনিতে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা তৃতীয় টেস্টে প্রথম দিন থেকেই বৃষ্টির বাগড়া ম্যাচটা খেলতে দিচ্ছিল না। প্রথম দিনে বৃষ্টির জন্য খেলা হয় মোটে ৪৭ ওভার। দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ১৩১ ওভার ব্যাট করে ৪ উইকেটে ৪৭৫ রান তোলে। উসমান খাজা নট-আউট ছিলেন ১৯৫ রানে। এরপর চতুর্থ দিনে আবারো বৃষ্টির বাগড়ায় প্রথম সেশনের খেলা হয়নি। তবে শেষমেশ অজি অধিনায়ক ইনিংস ঘোষণা করেন ম্যাচে ফল পাওয়ার জন্য। এতে ৫ রানের জন্য ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করতে পারলেন না অজি ওপেনার উসমান খাজা।
ব্যাট করতে নেমে ২৫৫ রানে নিজেদের প্রথম ইনিংসে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ফলো অনে পড়ে দ্বিতীয়বারের মতো ব্যাটিংয়ে নেমে প্রোটিয়ারা ৪১.৫ ওভার খেলার পর দুই দলই ড্র মেনে নেয়। দ্বিতীয় ইনিংসে সাউথ আফ্রিকার সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ১০৬ রান। প্রোটিয়া ওপেনার সারিল এরউই ধৈর্য নিয়ে ১২৫ বল খেলে অপরাজিত থাকেন ৪২ রানে। তার সঙ্গী টেম্বা বাভুমা অপরাজিত থাকেন ৪২ বলে ১৭ রানে করে।
ম্যাচসেরার পুরস্কার হাতে নিয়ে খাজা জানান, দ্বিশতক না করতে পারায় আক্ষেপ নাই তার। খাজার আছে ব্যক্তির চেয়ে দল বড়। ৩৬ বছর বয়সী অজি ওপেনার বলেছেন, 'নামের পাশে দ্বিশতক থাকলে ভালো লাগত। আমরা মাঠে নামি এই সব অর্জনের জন্যই। কিন্তু দিন শেষে তো জয়টাই আসল। ছোট–বড় যারাই এই ম্যাচটা দেখেছে, কিংবা অস্ট্রেলিয়ার ক্রিকেটটা যারা দেখে আসছে, তারা জানে অস্ট্রেলিয়ার খেলায় দল সবকিছুর আগে। আর দলগত খেলাতে এটাই গুরুত্বপূর্ণ।'
খাজা নবম ব্যাটসম্যান হিসেবে ১৯০ রান ছুঁয়েও দ্বিশতক করতে পারেননি। তার আগে ১৯০ রান ছোঁয়ার পর দ্বিশতকের আগেই ইনিংস ঘোষণার নজির আছে টেস্ট ইতিহাসে মাত্র দুটি। খাজার আফসোস না থাকলেও আফসোসে পুড়তে পারেন অধিনায়ক কামিন্স। কারণ ম্যাচ জিততেই খাজার ডাবল সেঞ্চুরির সম্ভাবনা জলাঞ্জলি দিয়েছিল কামিন্স।