যুক্তরাষ্ট্রকে জিদানের 'না'

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৩ | ০৬:৩০ | আপডেট: ০৯ জানুয়ারি ২০২৩ | ০৬:৩০
রিয়াল মাদ্রিদে দ্বিতীয় দফায় কোচ হওয়ার পর থেকেই বেকার জিনেদিন জিদান। বিভিন্ন ক্লাব, এমনকি জাতীয় দল থেকেও কোচের প্রস্তাব আসছে তার কাছে। কিন্তু এখন পর্যন্ত তিনি হ্যাঁ বলেননি। সর্বশেষ যুক্তরাষ্ট্রও তাকে কোচ হতে প্রস্তাব দেয়, তাদেরও না করে নিয়েছেন এই ফরাসি বস। ইএসপিএন তাদের সূত্রের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে।
যদিও জিদানকে কোচ করতে উঠেপড়ে লেগেছে ব্রাজিল। কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে নেইমারদের বিদায়ের পর আর চুক্তি নবায়ন করেনি তিতের সঙ্গে। সেই চেয়ারে জিজুকে চায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। কিন্তু এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। যদিও জিদানের ইচ্ছা আছে নিজ দেশের দায়িত্ব নেওয়ার। আপাতত সেই পথ বন্ধ হয়ে গেল।
কারণ দিদিয়ের দেশমের সঙ্গে ২০২৬ অবধি চুক্তি করেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন। তাই এখনই কোচ হওয়ার সুযোগ নেই জিদানের। তবে ফরাসি কোনো ক্লাবের দায়িত্ব নিলেও অবাক হওয়ার কিছু থাকবে না। যেটা পিএসজিতেও হতে পারে। ক'দিন আগেই গুঞ্জন ছিল, পিএসজিতে গালতিয়েরকে বাদ দিয়ে জিদানকে চাচ্ছেন কিলিয়ান এমবাপ্পে।
জিদান সর্বশেষ মাঠে আসেন গত চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। নিজের সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদ যখন লিভারপুলের বিপক্ষে প্যারিসে নেমেছিল।
- বিষয় :
- জিনেদিন জিদান
- যুক্তরাষ্ট্র
- ব্রাজিল