জিদানের অসম্মানে চটেছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৩ | ১০:৫০ | আপডেট: ০৯ জানুয়ারি ২০২৩ | ১১:১৬
ফ্রান্সকে ১৯৯৮ সালের বিশ্বকাপ জেতানো জিনেদিন জিদান রিয়াল মাদ্রিদের কোচের পদ ছেড়েছিলেন ২০২১ সালে। এরপর আর কোনো দলের দায়িত্ব নেননি এই কিংবদন্তি। ধারণা করা হচ্ছিল, বিশ্বকাপের পর ফ্রান্স দলের কোচ হবেন তিনি। তবে দিদিয়ের দেশ্যমকে ২০২৬ সাল পর্যন্ত দায়িত্ব দেওয়ায় ফ্রান্সের কোচ হওয়ার দরজা আপাতত বন্ধ হয়ে গেছে জিদানের জন্য।
জিদান কোচ হিসেবে এফএফএফের বিবেচনায় ছিল না এতটুক পর্যন্ত ঠিকই ছিল। কিন্তু দেশটির ফুটবলের সর্বোচ্চ কর্তা লে গ্রেট কিংবদন্তি জিদানকে এক প্রকার তুচ্ছ-তাচ্ছিল্যই করেছেন। ফ্রান্সের আরএমসি রেডিওতে সাক্ষাৎকারে জিদান প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আমার তাতে মাথাব্যথা নেই (জিদান ব্রাজিলের কোচ হলে)। তার যেখানে ইচ্ছা সে যেতে পারে। আমি খুব ভালো করেই জানি যে, জিদান সবসময়ই রাডারে ছিল (ফ্রান্সের সম্ভাব্য কোচ হিসেবে)। তার শুভাকাঙ্ক্ষীরও অভাব নেই। কেউ কেউ তো দেশ্যমের বিদায়ের অপেক্ষায় ছিল… কিন্তু দেশ্যমকে নিয়ে গুরুতর আপত্তি কার থাকতে পারে? কারও নয়।'
লে গ্রেট আরো বলেন, 'জিদানের যা ইচ্ছা করতে পারে। আমি পরোয়া করি না। তার সঙ্গে আমার কখনও দেখা হয়নি। দেশ্যমের দায়িত্ব ছিন্ন করার কথা আমরা কখনও ভাবিইনি। জিদান যেখানে ইচ্ছা যেতে পারে, কোনো ক্লাবে বা যে কোনো জায়গায়…।'
ফ্রান্সের ফুটবল ইতিহাসে জিনেদিন জিদানের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। দেশটিকে ১৯৯৮ বিশ্বকাপ ও ২০০০ ইউরো জয়ে বড় অবদান রেখেছিলেন তিনি। এমন একজন কিংবদন্তিকে নিয়ে এমন অসম্মান মেনে নিতে পারেনি অনেকেই। দেশটির ক্রীড়ামন্ত্রী থেকে শুরু করে রাজনীতিবিদ সবাই লু গ্রেটের সমালোচনা করেছেন। এবার এই দলে যোগ দিলেন তরুণ তারকা কিলিয়ান এমবাপ্পে। তিনি বলেন, 'জিদানই ফ্রান্স। তার মতো একজন কিংবদন্তিকে আমরা এভাবে অসম্মান করতে পারি না।'
খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়েও জিদান নিজেকে নিয়ে গেছেন নতুন উচ্চতায়। তার কোচিংয়ে রিয়াল মাদ্রিদ জিতেছে দুটি লা লিগা। ইতিহাসের একমাত্র কোচ হিসেবে তিনি জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগের হ্যাটট্রিক শিরোপা।