ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

জোড়া সেঞ্চুরির ম্যাচে শেষ হাসি চট্টগ্রামের

জোড়া সেঞ্চুরির ম্যাচে শেষ হাসি চট্টগ্রামের

১০৩ রানে অপরাজিত উসমান খান

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৩ | ১৬:১৬ | আপডেট: ০৯ জানুয়ারি ২০২৩ | ১৬:২৬

বিপিএলের চলতি আসরের প্রথম সেঞ্চুরি করেছেন আজম খান। তার বিধ্বংসী সেঞ্চুরিতে ১৭৮ রানের বড় সংগ্রহ পায় খুলনা। তবে আজমের সেঞ্চুরিকে সফল পরিণতি দিতে পারলেন না খুলনার বোলাররা। তাকে ম্লান করে শেষ হাসি হাসেন তারই স্বদেশী উসমান খান। ডানহাতি এই ব্যাটারের সেঞ্চুরিতে ৯ উইকেটের বড় জয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে ঝড় তুলেন চট্টগ্রামের দুই ওপেনার উসমান খান এবং ম্যাক্স ও’ডোড। দুজনের ১৪১ রানের বিশাল জুটিতে জয়ের কাছাকাছি পৌঁছে যায় চট্টগ্রাম। ডাচ ক্রিকেটার ও’ডোড ৫ চার ও ৩ ছয়ে ৫৮ রান করে আউট হয়ে ফিরলে ভাঙে এই জুটি।

জয়ের জন্য তখন দরকার ছিল মাত্র ৩৮ রান, হাতে ৯ উইকেট। ১০ চার ও পাঁচ ছয়ে ৫৮ বলে ১০৩ রানের অপরাজিত থেকে দলকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন উসমান খান। এটি উসমানের ক্রিকেট ক্যারিয়ারের প্রথম শতকও। ১০ বলে ৫ রান করে অপরাজিত ছিলেন আফিফ।

এর আগে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে তাণ্ডব চালান পাকিস্তানের আজম খান। ৫৮ বলে ১০৯ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি। তার বিধ্বংসী সেঞ্চুরিতে ১৭৮ রানের বড় সংগ্রহ পেয়েছে খুলনা টাইগার্স। 

পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক-ব্যাটার মইন খানের ছেলে আজম খান। তার এই সেঞ্চুরি এবারের আসরের প্রথম। ৩৩ বলে ফিফটি পূর্ণ করা ডানহাতি ব্যাটার সেঞ্চুরি করতে খেলেন ৫৭ বল। ছক্কা মেরে তিন অঙ্কে পৌঁছান এ ক্রিকেটার। শেষ বলেও মারেন ওভার বাউন্ডারি। তার ইনিংসটি সাজানো ছিল ৮টি ছয় ও ৯টি চারে। বাবার মতো উইকেটকিপিংও করেন আজম।

দলটির ওপেনার তামিম ইকবালের ব্যাট থেকে আসে ৪০ রান। যদিও নড়বড়ে শুরুর পর দু'বার জীবন পান ১৫ ও ৩১ রানে। ৩৭ বলে ৫টি চার ও একটি ছয় মারেন এ বাঁহাতি। সাব্বির রহমান করেন ৭ বলে ১০ রান। বাকি কেউ ছুঁতে পারেনি দুই অঙ্ক। আবু জায়েদ রাহি দুটি উইকেট নেন।

বিপিএলের ইতিহাসে দ্বিতীয়বারের মতো এক শতকের জবাবে আরেকটি শতক হাঁকিয়ে জয়ের দেখা মিলেছে। এর আগে সর্বশেষ বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে ফাফ ডু প্লেসির শতকের জবাবে খুলনা টাইগার্সের আন্দ্রে ফ্লেচার শতক হাঁকিয়ে ম্যাচ জিতিয়েছিলেন।

আরও পড়ুন

×