ট্রিপল সেঞ্চুরিতে রঞ্জির রেকর্ড পৃথ্বীর

ছবি: টুইটার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৩ | ১০:২২ | আপডেট: ১১ জানুয়ারি ২০২৩ | ১০:২৩
রঞ্জি ট্রফিতে ট্রিপল সেঞ্চুরি করে রেকর্ড গড়েছেন ভারতের তরুণ ব্যাটার পৃথ্বী শ’। তিনি আসামের বিপক্ষে ৩৭৯ রানের রেকর্ড ইনিংস খেলেছেন। তার দল মুম্বাই প্রথম ইনিংসে ৪ উইকেটে ৬৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছে।
পৃথ্বী’র ইনিংসটি রঞ্জির ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত রান। তিনি ভেঙেছেন দ্বিতীয় অবস্থানে থাকা সঞ্জয় মাঞ্জেরেকারের ৩৭৭ রানের রেকর্ড। ১৯৯০-৯১ মৌসুমে ওই রান করেছিলেন ধারাভাষ্য দেওয়া সঞ্জয়। দুর্দান্ত ওই ইনিংস খেলতে ভারতের তরুণ ব্যাটার পৃথ্বী ৩৮৩ বলের মুখোমুখি হয়েছেন। ৪৩টি চারের সঙ্গে তিনটি ছক্কা হাঁকিয়েছেন।
এবারের রঞ্জিতে রান পাচ্ছিলেন না পৃথ্বী। আগের সাত ইনিংসে তিনি করেছিলেন ১৬০ রান। এবার আসরের প্রথম সেঞ্চুরির ইনিংসটাকে তিনি চারশ’ রানের কাছাকাছি নিয়ে থামলেন। ৪০ ম্যাচের রঞ্জি ক্যারিয়ারে ১১ সেঞ্চুরির দেখা পেলেন। রঞ্জি ট্রফির ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত রান ৪৪৩। ১৯৪৮-৪৯ মৌসুমে ওই রান করেছিলেন বাউসাহেব বাবাসাহেব নিম্বলকর। সৌরাষ্ট্রের বিপক্ষে মহারাষ্ট্রের হয়ে ওই রান করেছিলেন তিনি।

পৃথ্বীর ফর্ম ভালো না যাওয়ায় মধ্যে গৌতম গম্ভীর বলেছিলেন তাকে রান পেতে সহায়তা করা উচিত এবং জাতীয় দলের র্যাডারে রাখা উচিত, ‘পৃথ্বী শ’র মতো খেলোয়াড়, যার আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয়েছে অসাধারণভাবে, দারুণ প্রতিভা আছে তার মতো একজনকে সমর্থন দিয়ে যাওয়া উচিত। তাকে ছন্দে ফিরতে নির্বাচক এবং টিম ম্যানেজমেন্টের সহায়তা করা উচিত।’
আন্তর্জাতিক অভিষেক টেস্টে সেঞ্চুরি করেছিলেন পৃথ্বী। পাঁচ টেস্টের ক্যারিয়ারে তার ফিফটি আছে দুটি। কিন্তু অস্ট্রেলিয়া সফরে ব্যর্থ হওয়ায় তার টেকনিকের গলদ ধরে তাকে বাদ দিয়ে দেওয়া হয়। ২৩ বছর বয়সী এই তরুণ ছয়টি আন্তর্জাতিক ওয়ানডেও খেলেছেন। জাতীয় দলে প্রতিভার প্রতি সুবিচার করতে না পারলেও আইপিএলে দারুণ সফল তিনি।