পুরো বছরই মাঠের বাইরে থাকতে পারেন ঋষভ পান্ত

ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৩ | ১২:৪৮ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৩ | ১২:৪৮
ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শিকার হয়েছেন ঋষভ পান্ত। ব্যক্তিগত গাড়িতে আগুন ধরে পুরোপুরি পুড়ে গেলেও প্রাণে বেঁচেছেন তিনি। তবে হাঁটুর লিগামেন্ট ছিড়ে যাওয়ায় অস্ত্রোপচার করাতে হয়েছে। তার সুস্থ হওয়ার প্রক্রিয়াও এখনও শুরু হয়েছে। মাঠে ফিরতে তাই লাগবে দীর্ঘ সময়।
বাঁ-হাতি উইকেটরক্ষক ব্যাটার পান্ত আগামী আইপিএলে খেলতে পারবেন না, এটাকেই বড় করে দেখা হচ্ছিল। এখন সংবাদ মাধ্যম দাবি করছে, আইপিএল কেন ঘরের মাঠে অনুষ্ঠিত ক্রিকেটের মেগা আসর অর্থাৎ ৫০ ওভারের বিশ্বকাপেও অনিশ্চিত তিনি। এমনকি চলতি বছরে তাকে আর মাঠে নাও দেখা যেতে পারে।
সংবাদ মাধ্যম ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, বিসিসিআই-এর চিকিৎসকরা বোর্ডকে জানিয়েছেন, পান্তের বাঁ-পায়ের তিনটি গুরুত্বপূর্ণ লিগামেন্ট ছিড়ে গেছে। যার দুটি প্রতিস্থাপন করা গেছে। তবে তৃতীয়টির অস্ত্রোপচার হবে ছয় সপ্তাহ বা দেড় মাস পরে।
ওই অস্ত্রোপচারের কতদিন পরে তিনি অনুশীলনে ফিরতে পারবেন বিসিসিআই চিকিৎসকরা তার ধারণা দিতে পারেননি। তবে বিসিসিআই এবং বোর্ডের নির্বাচকরা মোটামুটি বুঝে ফেলেছেন যে, অন্তত ছয় মাসের আগে কোন ধরনের ক্রিকেটে ফিরতে পারবেন না পান্ত। মাঠে ফিরে ফর্ম দেখিয়ে তার অক্টোবরে অনুষ্ঠিত বিশ্বকাপে খেলতে পারার সম্ভাবনাও তাই দেখছেন না অনেকে।
যদি পান্ত অক্টোবর-নভেম্বরের বিশ্বকাপে খেলতে না পারেন তার মানে প্রায় পুরো বছরই তার মাঠের বাইরে থাকতে হবে। কারণ বিশ্বকাপ চলাকালীন আন্তর্জাতিক সিরিজ থাকবে না। ওয়ানডে বিশ্বকাপের পরে ভারতের সিরিজ আছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডিসেম্বর-জানুয়ারিতে। পান্তকে ওই সিরিজের আগে ভারতের জার্সিতে খেলার সম্ভাবনা কম। এরই মধ্যে বিসিসিআই-এর নির্বাচকরা পান্তের বিকল্প উইকেটরক্ষক হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে কেএস ভারত এবং ইশান কিশানকে দলে নিয়েছে।