বিপিএলের বিদেশিতে চোখ ডিপিএল ক্লাবের

সেকান্দার আলী, চট্টগ্রাম থেকে
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৩ | ১৮:০০ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৩ | ০৫:১৪
দেশের ক্রিকেটারদের যেন দম ফেলার ফুরসত নেই। জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল), বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) শেষ করতে না করতেই মাঠে গড়িয়েছে বিপিএল। টি২০ টুর্নামেন্ট শেষ হলে বিসিএলের অবশিষ্ট দুই রাউন্ডের খেলা চলবে ফেব্রুয়ারির শেষের দিকে। মার্চের শুরুতে মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। একই সঙ্গে জাতীয় দলের খেলাও চলবে সমান্তরালে। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে ও টি২০ সিরিজ শেষ হওয়ার আগেই ঢাকায় অপেক্ষমাণ থাকবে আয়ারল্যান্ড। পিঠাপিঠি দুটি আন্তর্জাতিক সিরিজ থাকায় জাতীয় দলের ওয়ানডে ও টি২০ ক্রিকেটারদের ঢাকা লিগে খেলা হবে না। গতবারের মতো এবারও প্রিমিয়ার লিগের ১২টি দলকে জাতীয় দলের ক্রিকেটারদের ছাড়া লিগ খেলার প্রস্তুতি নিতে হচ্ছে। তারকা ক্রিকেটারদের না পাওয়া সমস্যায়ও ফেলেছে কোনো কোনো দলকে, বিশেষ করে যে দলগুলো জাতীয় দলের ক্রিকেটার বেশি নিয়েছে। ভালো মানের বিদেশি ক্রিকেটার দলে ভিড়িয়ে এই ঘাটতি কিছুটা হলেও পুষিয়ে নেওয়ার চেষ্টা করছে কোনো কোনো ক্লাব। বিপিএলের পারফরমার বিদেশি ক্রিকেটারদের ওপর চোখ রাখছেন ক্লাব কর্মকর্তারা।
বছরজুড়েই জাতীয় দলের খেলা থাকায় লিগের স্লট বের করা কঠিন হয়ে পড়ে। বৃষ্টি মৌসুমে গিয়ে চালাতে হয় ঢাকা লিগ। সেদিক মাথায় রেখে ২০২২ মৌসুম থেকে জাতীয় দলের ক্রিকেটারদের ছাড়াই ঢাকা লিগ চালানোর সিদ্ধান্ত নেয় বিসিবি। এ নিয়ম বহাল থাকছে এবারও। এ ব্যাপারে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশ (সিসিডিএম) চেয়ারম্যান মোহাম্মদ সালাহউদ্দিন চৌধুরী বলেন, 'ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে লিগ শুরু করার পরিকল্পনা ছিল। বিসিএলের দুই রাউন্ড বাকি থাকায় মার্চে পিছিয়ে নিতে হলো। এবার নতুন কোনো নিয়ম করা হয়নি। গতবারের মতো সুপার লিগ থেকে জাতীয় দলের ক্রিকেটারদের হয়তো পাবে ক্লাবগুলো।' বিপিএলে চারজন বিদেশি খেলাতে পারলেও ঢাকা লিগে খেলে একজন করে। প্রতিটি দলই বিদেশি ক্রিকেটার নেওয়ার চেষ্টা করছে। শাইনপুকুর স্পোর্টিং ক্লাব চেষ্টা করছে ফরচুন বরিশালের পাকিস্তানি অলরাউন্ডার ইফতেখার আহমেদকে দলে নিতে। আবাহনীর পছন্দ ভারতীয় ক্রিকেটার। রঞ্জির বেশ কয়েকজন ক্রিকেটারের সঙ্গেই ঢাকার ক্লাব থেকে যোগাযোগ করা হচ্ছে। পিএসএল বা ইন্টারন্যাশনাল টি২০ লিগে খেলছেন না- এমন বিদেশিকেও বিপিএল থেকেই বুক করার চেষ্টা চলছে।
১০ মার্চ থেকে ১০ এপ্রিল হতে পারে লিগ পর্বের খেলা। আয়ারল্যান্ডের বিপক্ষে তত দিনে হোম সিরিজও শেষ হয়ে যাবে। সে ক্ষেত্রে সুপার লিগের খেলা ১৫ বা ১৬ এপ্রিল থেকে মাঠে গড়াতে পারে। কারণ, মে মাসে জাতীয় দলের আয়ারল্যান্ড সফর থাকায় এপ্রিলেই ঢাকা লিগ শেষ করতে চায় সিসিডিএম। ১২ দলের লিগে এবার নতুন যোগ হয়েছে অগ্রণী ব্যাংক লিমিটেড আর ঢাকা লিউপার্ড (র্যাপিড)। বাকি দলগুলো হলো- ঢাকা আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, গাজী গ্রুপ ক্রিকেটার্স, লিজেন্ডস অব রূপগঞ্জ, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন, খেলাঘর সমাজকল্যাণ সমিতি। বর্তমান নিয়মে লিগ খেলতে গেলে ক্লাবগুলোকে বেশি খরচ করতে হয় বলে জানান একাধিক কর্মকর্তা। ক্রিকেটার বেশি নিতে হয় বলে জানান কেউ কেউ। বিশেষ করে সুপার লিগের ছয় দলকে লিগের স্কোয়াডের সঙ্গে জাতীয় দলের ক্রিকেটার নিলে মোটা অঙ্কের টাকা গুনতে হবে।