ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সৌরভের বাড়িতে বাগদেবীর আরাধনা, দিলেন অঞ্জলি

সৌরভের বাড়িতে বাগদেবীর আরাধনা, দিলেন অঞ্জলি

ছবি: সমকাল

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৩ | ০৯:২৬ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৩ | ০৯:২৬

সৌরভ গাঙ্গুলির দক্ষিণ কলকাতার বেহালার বাড়িতে সরস্বতী পূজার আয়োজন করা হয়। বৃহস্পতিবার ওই পূজার আয়োজনে বাগদেবীর আরাধনায় মাতেন এবং অঞ্জলি দেন ভারতের সাবেক অধিনায়ক এবং দেশটির ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সাবেক প্রেসিডেন্ট সৌরভ। 

লন্ডনের স্নাতক পড়ছেন সৌরভের কন্যা সানা গাঙ্গুলী। মেয়ের পড়াশুনার কথা ভেবেই প্রতিবছর নিজ বাড়িতে দেবীর আরাধনা করেন তারা। পূজার অনুষ্ঠানে সৌরভ গাঙ্গুলীর পরিবার ছাড়াও তার পরিবারের লোকজন ও নিকট আত্মীয় উপস্থিত ছিলেন।  

তবে দেবীর কাছে কিছু চাননি সাবেক ভারতীয় ওপেনার। বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমকে সৌরভ জানান, আমি কিছুই চাই না, কী চাইবো? সরস্বতী পুজা সানার জন্যই করা, অথচ ওই থাকে না।’ এছাড়া তিনি নারীদের আইপিএল, ভারত-নিউজিল্যান্ড সিরিজসহ একাধিক প্রশ্নের উত্তর দেন।

আরও পড়ুন

×