ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ফাইনালে জকোভিচ, শিরোপা থেকে এক ধাপ দূরে

ফাইনালে জকোভিচ, শিরোপা থেকে এক ধাপ দূরে

ছবি- এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৩ | ১২:৫১ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৩ | ১২:৫১

আরও একটি অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ২১ গ্রান্ডস্লাম চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ। মেলবোর্নের রড ল্যাভার এরিনায় সেমিফাইনালে তিনি হারালেন আমেরিকার টমি পলকে। সার্বিয়ান টেনিস তারকা সেমিফাইনালে জিতলেন ৭-৫, ৬-১, ৬-২ সেটে। এই জয়ের ফলে দশমবার অস্ট্রেলিয়ান ওপেন জেতার সামনে দাঁড়িয়ে নোভাক জকোভিচ।

রাফায়েল নাদালের রেকর্ড ছোয়াঁর আরও কাছে এখন সার্বিয়ান এই তারকা। শেষ লড়াইয়ে তিনি মুখোমুখি হবেন স্তেফানো সিৎসিপাসের। একইদিনে যিনি রাশিয়ার কারেন কাচানোভকে ৭-৬ (৭-২), ৬-৪, ৬-৭ (৬-৮) ও ৬-৩ গেমে হারিয়ে জয়লাভ করেন।  

২০২১ সালে সর্বশেষ অস্ট্রেলিয়ান ওপেন জেতেন পুরুষদের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২১টি গ্র্যান্ড স্ল্যাম জেতা এই তারকা। ২০২২ সালে খেলতে পারেননি তিনি, করোনা ভাইরাসের টিকা না নেওয়ার কারণে। এবারের ফাইনাল জিতলেই নাদালের সর্বোচ্চ ২২টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড ছুঁয়ে ফেলবেন তিনি।

আরও পড়ুন

×