ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ঢাকার বিপক্ষে বরিশালের লড়াকু পুঁজি

ঢাকার বিপক্ষে বরিশালের লড়াকু পুঁজি

ছবি: ইউসুফ আলী (সিলেট থেকে)

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৩ | ০৯:৩৫ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২৩ | ০৯:৩৮

বিপিএলে সিলেট পর্বের সমাপনী দিন আজ। দিনের প্রথম ম্যাচে আজ মুখোমুখি হয়েছে ঢাকা ডমিনেটর্স ও ফরচুন বরিশাল। টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করেছে সাকিবের বরিশাল।

যদিও ব্যাট হাতে ভালো করতে পারেননি সাকিব। আগ্রাসী খেলেছেন আনামুল (৪২), জ্বলে উঠেছিলেন মাহমুদউল্লাহও (৩৯)। তাতে বরিশাল পেয়েছে লড়াকু সংগ্রহ।

ছবি: ইউসুফ আলী (সিলেট থেকে)

ধীরগতিতে শুরু করা আনামুল ও সাইফ হাসান ভালোই এগোচ্ছিলেন। কোনো উইকেট না হারিয়ে দুজনের জুটিতে উঠে ৪২ রান। সাইফকে (১৫) বিদায় করে সেই জুটি ভাঙেন আমিরা হামজা।

তিনে ব্যাট করতে নেমে সফল হতে পারেননি সাকিব। মাত্র ৫ রানে বিদায় নেন তিনি। চারে নামা ইব্রাহিম জাদরান ফেরেন ২ রান করে।

ছবি: ইউসুফ আলী (সিলেট থেকে)

ইফতেখার আহমেদ কিছুক্ষণ বিজয়কে সঙ্গ দিলেও ১০ রান না করতেই উইকেট হারান। ফিফটি পূর্ণ করার আট রান দূরে থাকতেই ৪২ রান করে বিদায় নেন বিজয়। এরপর সালমান হোসাইনকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন মাহমুদউল্লাহ। গড়েন ৪২ রানের জুটি।

ঝড়ো ইনিংস খেলা মাহমুদউল্লাহ শেষ পর্যন্ত উইকেট হারান ৩৯ রান করে। শেষদিকে সালমান ১২ বলে ১৪ আর করিম জানাত মাত্র ৫ বলেই ১ চার আর ২ ছক্কায় করেন ১৭ রান। এতে লড়াকু পুঁজি পায় বরিশাল।

ঢাকার পক্ষে জোড়া উইকেট পান আমির হামজা। বাকি বোলাররা একটি করে উইকেট শিকার করেন।

আরও পড়ুন

×