চেলসিকে জয়ে ফেরাতে পারেনি রেকর্ড দামে কেনা এনজো
-samakal-63de0f2242dc9.jpg)
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৩ | ০৭:৫৪ | আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৩ | ০৭:৫৯
শীতকালীন দলবদলে ৩৬০ মিলিয়ন ইউরো খরচ করে সবাইকে চমকে দিয়েছিল ইংলিশ জায়ান্ট ক্লাব চেলসি। এর মধ্যে এক এনজোকে নিতেই চেলসি খরচ করেছে ১২১ মিলিয়ন।
বিশ্বকাপজয়ী এনজো ফার্নান্দেজকে নিয়ে তুমুল প্রত্যাশা চেলসি ফুটবল সমর্থকদের। কিন্তু ব্লুজদের জার্সি গায়ে অভিষেকেই ব্যর্থ হলেন আর্জেন্টাইন এই তারকা ফুটবলার। ফুলহ্যামের মত দলের বিপক্ষে দলকে জয় এনে দিতে পারলেন না তিনি। গোলশূন্য ড্র করে করে পয়েন্ট খোয়ালো চেলসি।
বেনফিকা থেকে চেলসিতে যোগ দেয়া আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো শুরুর একাদশেই ছিলেন। পুরো ম্যাচে একাধিকবার গোলের চেষ্টা করেও গোল করতে পারেনি চেলসি। ম্যাচে দাপট দেখিয়েছে স্বাগতিকরা। তবে বল দখলের লড়াইয়েও ছিল চেলসির রাজত্ব। ম্যাচের ৬৭ শতাংশ সময় বল ছিল তাদের পায়ে।
এই ড্রয়ের ফলে ২১ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে টেবিলের নবম স্থানে অবস্থান করছে চেলসি। এক ম্যাচ বেশি খেলে ৩২ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে ফুলহ্যাম।
- বিষয় :
- চেলসি
- এনজো ফার্নান্দেজ
- বেনফিকা