শিরোপার লড়াইয়ে যে একাদশে নামছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৩ | ১১:৪৩ | আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৩ | ১১:৪৪
সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ নেপালের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। গত সেপ্টেম্বরে মেয়েদের সিনিয়র সাফে এই নেপালকে হারিয়েই ইতিহাস রচনা করেছিল বাংলাদেশ। যার সাক্ষী ছিলেন শামসুন্নাহার জুনিয়র। এবার তার নেতৃত্বে হিমালয় জয় করার চ্যালেঞ্জ। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে বয়সভিত্তিক এ প্রতিযোগিতার ফাইনালটি শুরু হবে আজ সন্ধ্যা ৬টায়।
সর্বশেষ ছয় মাসে সাফের তিনটি ভিন্ন প্রতিযোগিতার শিরোপা লড়াইয়ে বাংলাদেশ ও নেপাল। সাবিনাদের স্বপ্নপূরণের পর ২০২২ সালের নভেম্বরে কমলাপুরে নেপালের কাছে হেরে স্বপ্ন ভেঙেছিল অনূর্ধ্ব-১৫ বয়সী মেয়েদের। তিন মাসের ব্যবধানে প্রতিশোধের মঞ্চও পেয়ে গেছেন গোলাম রব্বানী ছোটনের দল। এবারের দলটি আরও পরিণত, পরিপক্ক। জাতীয় দলের ছয় তারকার সঙ্গে আছেন উদীয়মান ফুটবলার। তারুণ্য এবং অভিজ্ঞতার সংমিশ্রণে গড়া বাংলাদেশই একমাত্র দল যারা কিনা কোনো ম্যাচে হারেনি।
গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই নেপালের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশের মেয়েরা। ঐ ম্যাচে জয় তুলে নিয়েছিল লাল সবুজের মেয়েরা। সেই একাদশ নিয়েই আজ মাঠে নামছেন কোচ গোলাম রব্বানী ছোটন। রাউন্ড রবিন লিগে বাংলাদেশ তিন ম্যাচ খেলেছিল। প্রথম দুই ম্যাচে একই একাদশ ছিল। শেষ ম্যাচে ভুটানের বিপক্ষে দুটি পরিবর্তন এনেছিলেন ছোটন।
তবে শিরোপা মঞ্চে প্রতিপক্ষ নেপাল বদলে যাওয়া একটি দল। বিশ না পেরোনো মেয়েদের সাফে ফাইনালে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে সবাই ধরে নিয়েছিল ভারতকে। তাদের বিপক্ষে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছে হিমালয়ের দেশটি। তাই তো এই নেপালকে নিয়ে সতর্ক বাংলাদেশ কোচ ছোটন।
ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে মেয়েদের ফুটবলের সাফল্যের এ কারিগর বলেন, 'ফাইনালে অন্য রকম একটা ম্যাচ হবে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে। আমরা নেপালকে হারিয়েছি ঠিকই, তবে ভুলে গেলে চলবে না, তারাই কিন্তু শক্তিশালী ভারতকে বিদায় করেছে। তার পরও আমার কাছে মনে হয়, ফাইনালে আমাদের মেয়েরাই এগিয়ে। শিরোপা জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করব।'
বাংলাদেশের একাদশ: রুপনা চাকমা (গোলরক্ষক), শামসুন্নাহার (অধিনায়ক), আকলিমা, আফিদা, নাসরীন, সুরমা, স্বপ্না রাণী, রিপা, ইতি, সোহাগী ও মাহফুজা।