ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

দরকারি জুটি দিলেন মাশরাফি, তবু বিপদে সিলেট

দরকারি জুটি দিলেন মাশরাফি, তবু বিপদে সিলেট

ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৩ | ১৩:৩৫ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৩ | ১৩:৩৮

জিতলেই ফাইনালে। এমন ম্যাচে সবার আগে শেষ চার নিশ্চিত করা ওই সিলেট স্ট্রাইকার্স বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে। টস হেরে ব্যাট করতে নেমে ১৬ রানে তিন উইকেট হারায় দলটি। 

দলের ওই বিপদে এগিয়ে আসেন মাশরাফি মর্তুজা। তিনি পাঁচে ব্যাটিং করতে নামেন। এরপর নাজমুল শান্তর সঙ্গে ৫৬ রানের জুটি গড়ে দলকে বিপদ থেকে উদ্ধারের আভাস দেন। তিনি দরকারি ইনিংস খেললেও তার দল অবশ্য বিপদ থেকে উঠতে পারেনি। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত সিলেট ১১ ওভারে ৬ উইকেট হারিয়ে ৮০ রান তুলেছে। ক্রিজে আছেন মুশফিকুর রহিম ও জর্জ লিন্ডি। 

এর আগে মাশরাফি ১৭ বলে দুটি করে চার ও ছক্কায় ২৬ রানের ইনিংস খেলেন। নাজমুল শান্তর ব্যাট থেকে আসে ২৯ বলে চারটি চার ও এক ছক্কায় ৩৮ রান। 

ব্যাটে নেমে সিলেটের ওপেনার শাফিকুল্লাহ গাফারি ৫ রান করে ফিরে যান। তৌহিদ হৃদয় শূন্য করেন, জাকির হোসেন করেন ২ রান। বায়ার্ন বার্ল গোল্ডেন ডাকের স্বাদ পান।

আরও পড়ুন

×