৩০০ টাকায় জেমসের কনসার্টের সাথে বিপিএল ফাইনাল

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৩ | ০৯:৩১ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৩ | ০৯:৩১
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শুরুটা ছিল খুবই সাধারণ, নিতান্তই সাদাসিধে। তবে শেষটা রাঙাতে চায় বিসিবি। ফাইনালের আগে দেশি কয়েকটি ব্যান্ড নিয়ে কনসার্ট আয়োজন করা হবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য নিজাম উদ্দিন চৌধুরি। ফাইনালের আগে মঞ্চ মাতাবেন জনপ্রিয় ব্যান্ড দল নগরবাউল এবং ওয়ারফেজ। ফাইনাল ম্যাচটি ১৬ ফেব্রুয়ারি সাড়ে ৬টায় শুরু হলেও অনুষ্ঠান শুরু হবে সাড়ে ৩টায়।
সর্বনিম্ন ৩০০ টাকায় বিপিএল ফাইনাল ও কনসার্ট মাঠে বসে উপভোগ করতে উপভোগ করতে পারবে দর্শকরা। মঙ্গলবার এক বিবৃতিতে বিপিএলের শেষ পর্বের জন্য নতুন মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এতে বলা হয়, ফাইনাল ম্যাচে সর্বনিম্ন ৩০০ টাকার টিকিটের মাধ্যমে ইস্টার্ন স্ট্যান্ডে এবং সর্বোচ্চ ২০০০ টাকার খরচায় গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখা যাবে। নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকিটের দাম ৪০০ টাকা এবং ক্লাব হাউজের জন্য খরচ করতে হবে ৮০০ টাকা। ১৫০০ টাকা ধরা হয়েছে ভিআইপি স্ট্যান্ডের টিকিট মূল্য।
টিকিট পাওয়া যাবে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথে। এ ছাড়াও স্টেডিয়ামের পাশে ১ নম্বর গেটের এখানেও আলাদা টিকিট বুথ থেকে ফাইনালের দিনের টিকিট পাবে দর্শকরা।
১৬ ফেব্রুয়ারির ফাইনালের প্রথম ফাইনালিস্ট হিসেবে জায়গা করে নিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দ্বিতীয় ফাইনালিস্ট নির্ধারিত হবে আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হওয়া দ্বিতীয় কোয়ালিফায়ারের মাধ্যমে। যেখানে মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স এবং রংপুর রাইডার্স।
একনজরে ফাইনালের টিকিটের মূল্য তালিকা:
গ্র্যান্ড স্ট্যান্ড: ২০০০/-
ভিআইপি: ১৫০০/-
ক্লাব হাউজ: ৮০০/-
নর্দান/সাউদার্ন স্ট্যান্ড: ৪০০/-
ইস্টার্ন স্ট্যান্ড: ৩০০/-