আগ্রাসী খেলেই ইংল্যান্ডের পথে বাঁধা হতে চান সাউদি

ছবি- এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ | ১২:৪৪ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ | ১২:৪৪
দিবারাত্রির প্রথম টেস্টে নিউজিল্যান্ডের মাটিতে ১৫ বছর পর জিতেছে ইংল্যান্ড। সবশেষ ২০০৮ সালে নেপিয়ারে মাইকেল ভনের নেতৃত্বে নিউজিল্যান্ডে জিতেছিল ইংলিশরা। মূলত ম্যাককালামের কোচিংয়ে টেস্টেও আগ্রাসী খেলেই সাফল্য পাচ্ছে ইংলিশরা।
তাই ইংল্যান্ডের লক্ষ্য, দুই ম্যাচের সিরিজের শেষ ম্যাচ জিতে ১৫ বছর পর কিউইদের মাটিতে সিরিজ জেতা। তবে ইংলিশদের পথে বাঁধা হতে চায় নিউজিল্যান্ড, আগ্রাসী খেলেই ইংল্যান্ডকে হারাতে চান টিম সাউদি। ওয়েলিংটনে শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে কিউই-ইংলিশ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি।
প্রথম টেস্টে হতাশার পর ইংল্যান্ডকে আক্রমণাত্মক ক্রিকেটেই হারানোর স্বপ্ন দেখছেন অধিনায়ক টিম সাউদি। ৩৪ বছর বয়সী টিম সাউদি বলেছেন, 'প্রথম টেস্টে আমরা ভালো করতে পারিনি। আমাদের আরও ভালো খেলতে হবে। আমার মনে হয়েছে তারা ফলাফলের জন্য ক্রিকেট খেলতে চায়। যেটি আমাদের জন্যও সেরা একটি উপায়। আমাদের কিছু জিনিস আছে যা ঠিক করা প্রয়োজন। আশা করি পরের ম্যাচে আমরা ভালো করব।'
এদিকে বেন স্টোকসের আশা প্রথম টেস্টের আগ্রাসী মনোভাব পরের টেস্টেও বজায় রাখা। ৩১ বছর বয়সী ইংলিশ এই অধিনায়ক জানালেন, 'আমরা যে প্রভাব বিস্তার করে খেলতে পারছি এটা দারুণ। পরের ম্যাচেও আমরা জিততে চাই। সিরিজ জয়ের জন্য আমাদের আরও ভালো ক্রিকেট খেলতে হবে।'