প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সৌরভ গাঙ্গুলীর

ছবি- ফোকাস বাংলা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৩ | ১১:৩৮ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৩ | ১১:৩৮
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিসিআই এর সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলী। শুক্রবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এ সাক্ষাৎ করেন সৌরভ। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন ও সৌরভ গাঙ্গুলীর স্ত্রী ডোনা গাঙ্গুলী।
সৌরভ এবার বাংলাদেশ সফরে এসেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের আমন্ত্রণে। বৃহস্পতিবার বিকেলে তিনি ঢাকার একটি হোটেলে উদ্বোধন করেন 'ডিএনসিসি মেয়র কাপ-২০২৩।'
এর আগে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন সৌরভ। দুই দিনের সফরে বাংলাদেশে আসেন সাবেক এই অধিনায়ক। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান বিসিবির কর্মকর্তা ওয়াসিম খান।