ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সৌরভ গাঙ্গুলীর

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সৌরভ গাঙ্গুলীর

ছবি- ফোকাস বাংলা

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৩ | ১১:৩৮ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৩ | ১১:৩৮

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিসিআই এর সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলী। শুক্রবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এ সাক্ষাৎ করেন সৌরভ। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন ও সৌরভ গাঙ্গুলীর স্ত্রী ডোনা গাঙ্গুলী।

সৌরভ এবার বাংলাদেশ সফরে এসেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের আমন্ত্রণে। বৃহস্পতিবার বিকেলে তিনি ঢাকার একটি হোটেলে উদ্বোধন করেন 'ডিএনসিসি মেয়র কাপ-২০২৩।' 

এর আগে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন সৌরভ। দুই দিনের সফরে বাংলাদেশে আসেন সাবেক এই অধিনায়ক। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান বিসিবির কর্মকর্তা ওয়াসিম খান।

আরও পড়ুন

×