নেতা ব্রুনো নাকি কাসেমিরো, ভিডিওতে প্রমাণ

ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ | ১১:১০ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ | ১১:১০
ছয় বছর পর শিরোপা ঘরে তুলেছে ম্যানচেস্টার ইউনাইটেড। নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়ে কারাবাও কাপের শিরোপা জিতেছে রেড ডেভিলসরা। ওই শিরোপার মধ্য দিয়ে ম্যানইউ সত্যিকার অর্থেই ফিরেছে বলে মনে করা হচ্ছে।
ম্যানচেস্টার ইউনাইটেডের ওই শিরোপা জয়ের বড় নায়ক সাবেক রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার কাসেমিরো। ৩১ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফাইনালে গোল করেছেন। তবে শুধু গোল করে নয় ইংলিশ লিগে আসার পর থেকে তিনি প্রমাণ করেছেন, মাঠে তিনি একজন নেতা।
মাঠে তিনি এতোটাই সিরিয়াস যে, ২-০ ব্যবধানে শিরোপা নিশ্চিত হওয়ার পরও ম্যাচ শেষে সতীর্থ ব্রুনো ফার্নান্দেজের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন। পাস না দেওয়ায় প্রশ্নবিদ্ধ করেছেন তাকে। পরে অবশ্য দু’জন রসিকতাও করেছেন।
ম্যাচে ২-০ গোলে লিড নেওয়ার পর ম্যানইউ তৃতীয় গোলের ভালো সুযোগ পেয়েছিল। কাসেমিরো ওই সময় শট নেওয়ার জন্য ভালো পজিশনে ছিলেন। কিন্তু পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো তাকে বল পাস দেননি। ম্যাচ শেষে ব্রুনো সতীর্থদের সঙ্গে উদযাপন করছিলেন।
Casemiro & Bruno arguing after winning the Carabao Cup ???? pic.twitter.com/DDa1xsGfgl
— Football Daily (@footballdaily) February 26, 2023
কাসেমিরো এগিয়ে গিয়ে তাকে প্রশ্ন করেন- ‘বল কেন পাস দেয়নি।’ ব্রুনো হাঁসতে হাসঁতে যুক্তি দেওয়ার চেষ্টা করেন। পাশে থাকা ম্যাকটমিনি হাঁসতে শুরু করেন। ব্রাজিলিয়ান তরুণ অ্যান্তোনি এসে ব্রুনোকে আলিঙ্গনে বাঁধলে কাসেমিরোও মিটমিট করে হাঁসতে হাঁসতে চলে যান। কারাবাও কাপ জেতা ম্যানইউ ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে।