ফিফা দ্য বেস্ট: কবে, কখন এবং নমিনি কারা

ফিফার বর্ষসেরার মনোনয়ন পেয়েছেন মেসি-বেনজেমা-এমবাপ্পে। ছবি: ফিফা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ | ১২:৪৮ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ | ১২:৪৮
ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার ২০২২ সালের সেরা ফুটবলার কে? জানা যাবে আজই। সোমবার বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড অনুষ্ঠান। লাইভ স্ট্রিমিংয়ে ফিফার ইউটিউবে দেখা যাবে অনুষ্ঠানটি।
আট ক্যাটাগরির সেরা বেছে নেওয়া হবে জমকালো ওই অনুষ্ঠানের মধ্য দিয়ে। যার মধ্যে মূল আকর্ষণ ছেলেদের ফুটবলের ফিফা বর্ষসেরা, বর্ষসেরা কোচ, বর্ষসেরা গোলরক্ষক ও নারীদের বর্ষসেরা ফুটবলার বাছাই।
ছেলেদের বর্ষসেরার তালিকায় আছে তিন নাম। তাদের একজন কিলিয়ান এমবাপ্পে। গত মৌসুমে তিনি গোল করেছেন, শিরোপা জিতেছেন সঙ্গে কাতার বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করেছেন। কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ায় লিওনেল মেসি এগিয়ে আছেন। পিএসজির হয়ে শিরোপাও জিতেছেন তিনি।

এছাড়া তালিকায় আছেন করিম বেনজেমা। রিয়াল মাদ্রিদের হয়ে বেনজেমা গত মৌসুমে লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। ইউরোপ সেরার লড়াই ও লা লিগায় তিনি গোলের দুর্দান্ত ছন্দে ছিলেন। বিশ্বকাপ খেলতে পারলে ফ্রান্সম্যানকে ছোঁয়া কঠিন হতো মেসিদের। তবে ইনজুরির কারণে বিশ্বকাপ শুরুর আগে ছিটকে গিয়েছিলেন তিনি।
ফিফা দ্য বেস্টের নারী ফুটবলারে নমিনি তিনজন। তারা হলেন- বেথ মেয়াড, অ্যালেক্স মরগান, অ্যালেক্সিয়া পুতেল্লাস। বর্ষসেরা কোচের মনিনেশন পেয়েছেন রিয়ালের কার্লো আনচেলত্তি, ম্যানসিটির পেপ গার্দিওয়ালা, আর্জেন্টিনার লিওনেল স্কালোনি।
ফিফার সেরা নারীদের কোচ হিসেবে নমিনেশন পেয়েছেন ফ্রান্স ক্লাব লিঁও’র সোনিয়া বোনপাস্তর, ব্রাজিলের সুইডিশ কোচ পিয়া সুন্ধাগী ও ইংল্যান্ডের ডাচ কোচ সারিনা উইগম্যান। ছেলেদের সেরা গোলরক্ষকের নমিনেশন পেয়েছেন মরক্কো ও সেভিয়ার ইয়াসিন বোনো, রিয়ার মাদ্রিদ ও বেলজিয়ামের থিবো কর্তোয়া এবং আর্জেন্টিনা ও অ্যাস্টন ভিলার এমি মার্টিনেজ।

মেয়েদের সেরা গোলরক্ষকের তালিকায় আছেন- জার্মানির চেলসি গোলরক্ষক অ্যান ক্যাটরিক বার্গার, ম্যানইউ’র ইংলিশ গোলরক্ষক ম্যারি আর্পস, লিঁও চিলি গোলরক্ষক ক্রিস্টয়েনি এন্ডলার। ফিফা পুসকাস অ্যাওয়ার্ড বা সেরা গোলের পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন মার্চিন অলিস্কি, দিমিত্রি পায়েত ও রিচার্লিসন। ফিফার বর্ষসেরা ভক্তের তালিকায় আছেন সৌদির আব্দুল্লাহ আল সালমি। তিনি মরু পাড়ি দিয়ে বিশ্বকাপে সৌদির খেলা দেখতে গিয়েছিলেন। এছাড়া জাপান ও আর্জেন্টিনার ভক্তরা মনোনয়ন পেয়েছেন।