সাইফউদ্দিনের নতুন ইনিংস

ধুমধাম করেই জীবনের নতুন ইনিংস শুরু করলেন পেস অলরাউন্ডার। ছবি-সংগৃহীত
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০২ মার্চ ২০২৩ | ১৭:০৭ | আপডেট: ০২ মার্চ ২০২৩ | ১৭:০৭
বসন্তকাল মানেই দেশজুড়ে বিয়ের ধুম। আর তাই তরুণ ক্রিকেটার সাইফউদ্দিনও এই সময় বিয়েটা সেরে নিয়েছেন। বৃহস্পতিবার ফেনীর একটি কনভেনশন হলে বেশ ধুমধাম করেই জীবনের নতুন ইনিংস শুরু করেছেন এই পেস অলরাউন্ডার।
পরিবারের সদস্যদের পছন্দের পাত্রী কাজী ফাতেমা তুজ ঝরা সঙ্গেই গাঁটছড়া বেঁধেছেন সাইফউদ্দিন। কনে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অনার্স ভর্তির জন্য আবেদন করেছেন।
এর আগে বুধবার রাতে জমকালো হলুদ সন্ধ্যার আয়োজন করা হয়। পরিবারের সদস্যদের পাশাপাশি শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আমন্ত্রিত অতিথি হিসেবে হলুদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
চোটের কারণে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে ছিলেন তিনি। চোট কাটিয়ে ঘরোয়া ক্রিকেটে ফিরলেও ছন্দে না থাকায় ইংল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে সুযোগ পাননি। সেই অবসরেই হয়তো বিয়ের কাজটা সেরে নিয়েছেন ২৬ বছর বয়সী এ ক্রিকেটার।
- বিষয় :
- ক্রিকেটার
- সাইফউদ্দিন