ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

দাপুটে রাজস্থানে পাত্তা পেল না ভুবির হায়দরাবাদ

দাপুটে রাজস্থানে পাত্তা পেল না ভুবির হায়দরাবাদ

হায়দরাবাদকে উড়িয়ে আইপিএল শুরু রাজস্থানের। ছবি: এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৩ | ১৪:১৫ | আপডেট: ০২ এপ্রিল ২০২৩ | ১৪:১৫

আইপিএলে নেতৃত্বের অভিষেক হলো ভুবনেশ্বর কুমারের। তবে ঘরে ফিরে দলের দায়িত্ব নেওয়ার শুরুটা খুব বাজে হয়েছে তার। ব্যাটে-বলে রাজস্থান রয়্যালসের কাছে আত্মসমর্পণ করেছে তার দল। হেরেছে ৭২ রানের বিশাল ব্যবধানে।

রোববার হায়দরাবাদের রাজিব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ২০৩ রান তোলে রাজস্থান রয়্যালস। তরুণ ওপেনার জশস্বী জয়সাওয়াল ৩৭ বলে ৫৪ রানের ক্লাসিক ইনিংস খেলেন। নয়টি চারের শট মারেন তিনি। 

তার সঙ্গে জস বাটলার ৮৫ রানের জুটি গড়েন। ফিরে যাওয়ার আগে ইংলিশ অধিনায়ক ২২ বলের মুখোমুখি হয়ে ৫৪ রান করেন। তার ঝড়ো ইনিংসে সাতটি চার ও তিনটি ছক্কা ছিল। তিনে নামা সানজু স্যামসনও রান পেয়েছেন। তিনি ৩২ বলে তিনটি চার ও চারটি ছক্কায় ৫৫ রানের ইনিংস খেলেন। এছাড়া হেটমায়ার ১৬ বলে ২২ রান করেন। 

জবাব দিতে নেমে ৮ উইকেটে ১৩১ রানে আটকে গেছে স্বাগতিক হায়দরাবাদ। ট্রেন্ট বোল্টের প্রথম ওভারেই দুই উইকেট হারায় তারা। ৫২ রানে পড়ে যায় পাঁচ উইকেট। ব্যর্থ হন হ্যারি ব্রুক (১৩), ওয়াশিংটন সুন্দর (১) ও গ্লেন ফিলিপস (৮)। ওপেনার মায়াঙ্ক আগারওয়াল ২৭ ও লোয়ারে আব্দুল সামাদ ৩২ রান করলে শতক ছাড়ায় হায়দরাবাদ। 

রাজস্থানের হয়ে লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে চার উইকেট তুলে নিয়েছেন। বোল্টের দুইটি ছাড়াও অশ্বিন ও জেসন হোল্ডার একটি করে উইকেট নিয়েছেন। হায়দরাবাদের আফগান পেসার ফজল হক ফারুকি ৪ ওভারে ৪১ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। থাঙ্গারাসু নটরাজন ৩ ওভারে ২৩ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট।

আরও পড়ুন

×