ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

হেরে গিয়ে প্রেমে পড়েছেন টুখেল

হেরে গিয়ে প্রেমে পড়েছেন টুখেল

ম্যানসিটির বিপক্ষে বায়ার্ন কোচ টুখেল। ছবি: এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৩ | ০৮:১৮ | আপডেট: ১২ এপ্রিল ২০২৩ | ০৮:১৮

প্রিয়জনকে হারানোর পর প্রেমে পড়া কিংবা প্রেমটা বুঝতে পারার দশা হয়েছে বায়ার্ন মিউনিখ কোচ টমাস টুখেলের। ম্যানচেস্টার সিটির মাঠে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৩-০ গোলে হেরেছে বায়ার্ন মিউনিখ। 

ওই হারের পর সম্প্রতি জার্মান ক্লাবটির কোচের দায়িত্ব নেওয়া টুখেল জানিয়েছেন, ম্যাচের পর দলের প্রতি কিছুটা ভালোবাসা অনুভব করছেন তিনি। কারণও জানিয়েছেন। এছাড়া সাবেক বরুশিয়া ডর্টমুন্ড, পিএসজি ও চেলসি কোচের মতে, জার্মানিতে এখনও একটা ম্যাচ বাকি আছে। জার্মানিতে ম্যাচ মানে জার্মানিতে!

টুখেল বলেছেন, ‘অবশ্যই, ফলাফলটা আমাদের জন্য তিক্ত। কিন্তু যেভাবে তারা পারফর্ম করেছে দলের প্রতি আমি খানিকটা প্রেম অনুভব করছি। শুনতে হয়তো অবাক লাগবে, ম্যাচটা বেশ মজার ছিল। আমার মনে হয়, খেলোয়াড়দের মধ্যে আত্মবিশ্বাসী ও ফর্মের কিছুটা ঘাটতি ছিল।’ 

ম্যানসিটির মাঠে বায়ার্নও দুর্দান্ত ফুটবল খেলেছে। প্রিমিয়ার লিগের দলটির ব্রাজিলিয়ান গোলরক্ষক এদেরসন এবং পর্তুগিজ ডিফেন্ডার রুবেন দিয়াজ অসাধারণ খেলেছেন। লিরয় সানের একাধিক, ম্যাথিউস ডি লিট ও কিংসলে কোম্যানের নিশ্চিত গোল ফিরিয়েছেন তারা। 

টুখেল তাই মনে করছেন সেরা দল ছিল তারাই, ‘এই ফল আমাদের সঙ্গে যায় না। সেরা দল হয়েও আমরা চূড়ান্ত সাজা পেয়েছি। নিষ্টুর শাস্তি পেয়েছি। আমি মনে করি ২-০ গোলে পিছিয়ে যাওয়া পর্যন্ত আমরা খুবই ভালো খেলেছি। ৭০ মিনিট পর্যন্ত আমি দলের থেকে ভালো খেলা দেখেছি।’ 

বায়ার্নের ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনায় দ্বিতীয় লেগে ম্যানসিটিকে কঠিন পরীক্ষা নেওয়ার বার্তাও দিয়েছেন টুখেল, ‘ফুটবল মানে ফুটবল। আর জার্মানিতে একটা ম্যাচ মানে ওটা জার্মানিতেই। যেকোন কিছু ঘটতে পারে। আমরা মাঠ ছাড়ার আগ পর্যন্ত লড়াই শেষ হবে না।’

আরও পড়ুন

×