ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ভারতীয় সমর্থকদের 'মুখ বন্ধ করে' খুশি ব্রুক

ভারতীয় সমর্থকদের 'মুখ বন্ধ করে' খুশি ব্রুক

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৩ | ০৬:৩২ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৩ | ০৬:৪৭

আইপিএলের নিলামে ১৩ কোটি ২৫ লাখ রুপি দিয়ে তাকে দলে ভেড়ায় সানরাইজার্স হায়দরাবাদ। কিন্তু আইপিএলে প্রথম তিন ম্যাচে নামের প্রতি সুবিচার করতে পারেননি। তবে চতুর্থ ম্যাচেই তার প্রতিভার ঝলক দেখা গেল। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি করে ঠিকই নিজেকে প্রমাণ করেন তিনি। এদিন কেকেআরের বিপক্ষে ৫৫ বলে ১০০ রানের অপরাজিত ইনিংস খেলেন হ্যারি ব্রুক। ১২টি চার ও ৩টি ছয়ে সাজানো তার ইনিংস। 

প্রথম তিন ম্যাচে ব্রুকের স্কোর ছিল যথাক্রমে ১৩, ৩, ১৩। এতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে গেল গেল রব উঠে যায়। নিজের চতুর্থ ম্যাচে তো আইপিলের চলতি আসরের প্রথম সেঞ্চুরিটাই তুলে নেন ব্রুক। দুর্দান্ত এই সেঞ্চুরির পর ইংলিশ ব্যাটসম্যান বললেন, খুশি হয়েছেন ভারতীয় সমর্থকদের জবাব দিতে পেরে।

তিনি বলেন, 'আমি নিজের ওপর একটু চাপ নিয়ে ফেলেছিলাম। সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দেখি সকলে আমাকে ফালতু বলছিল। যা দেখে নিজের ওপরই কিছুটা সন্দেহ তৈরি হয়। সেখানে অনেক ভারতীয় ভক্তও রয়েছে, যারা আজ (শুক্রবার) আমাকে অভিনন্দন জানাবে। কিন্তু কয়েক দিন আগে তারাই আমাকে অপমান করেছে। আমি খুশি যে, তাদের মুখ বন্ধ করতে পেরেছি।'

হ্যারি ব্রুক আলোড়ন তুলেছিলেন টেস্ট ক্রিকেট দিয়েই। সীমিত ওভারের মত করেই টেস্ট খেলেন তিনি। ৬ টেস্ট খেলেই করেছেন ৪টি সেঞ্চুরি, সবকটিই দেশের বাইরে। সঙ্গে ফিফটি আছে আরও ৩টি। টেস্টে তার গড় এখন ৮০.৯০। আর তার স্ট্রাইক রেট ৯৮.৭৭!

ওপেনিং ব্যাট করা প্রসঙ্গে ব্রুক বলেন, 'বেশির ভাগ লোকই বলে, টি-টোয়েন্টিতে ওপেনিং ব্যাটিংয়ের জন্য সেরা সময়। তবে আমি যে কোনো জায়গায় ব্যাট করতে পছন্দ করি। পাঁচে ব্যাট করে আমার প্রচুর সাফল্য রয়েছে। আমি সেই পজিশনেই নিজের নাম তৈরি করেছি। তবে আমি ওপেনিং করতে পেরে খুশি।'

আরও পড়ুন

×