অবসর নয়, রিয়ালে আরও এক বছর ক্রুস

ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৩ | ১১:৪২ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৩ | ১১:৪২
আগামী জুনে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে ট্রনি ক্রুসের। ৩৩ বছর বয়সী মিডফিল্ডার এরপর অবসর নেবেন, রিয়ালে থাকবেন নাকি ইউরোপের অন্য কোন ক্লাবে খেলবেন তা নিয়ে গুঞ্জন ছিল।
ওই গুঞ্জন শেষ হচ্ছে। রিয়াল মাদ্রিদের সঙ্গে আরও এক বছরের জন্য চুক্তি নবায়ন করতে যাচ্ছেন জার্মানি জাতীয় দলকে বিদায় বলা ক্রুস। মাদ্রিদভিত্তিক স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা এমনটাই জানিয়েছে।
রিয়ালের সঙ্গে চুক্তি শেষের পর্যায়ে থাকলেও ক্রুস অন্য কোন ক্লাবের সঙ্গে চুক্তির বিষয়ে আলাপ করেননি। এখনও শীর্ষ পর্যায়ে বেশ ক’বছর খেলার চ্যালেঞ্জ তিনি নিতেই পারেন। কিন্তু ক্রুসের পরিকল্পনা ছিল- রিয়ালের সঙ্গে চুক্তি নবায়ন না হলে তিনি অবসর নেবেন।
এর আগেও রিয়াল ক্যারিয়ার শেষ হলে অবসর নেওয়ার ইঙ্গিত করেছিলেন তিনি। ফর্মের তুঙ্গে থাকা টনিকে আপাতত অবসর নিতে হচ্ছে না। ২০২৪ সালের জুন পর্যন্ত লস ব্লাঙ্কোসদের সঙ্গে চুক্তি নবায়ন করবেন তিনি।
এছাড়া ৩৭ বছর বয়সী রিয়াল মিডফিল্ডার লুকা মডরিচও চুক্তি নবায়ন করতে চান। ব্লাঙ্কোস কর্তৃপক্ষও তার সঙ্গে আরও এক বছর চুক্তি নবায়নের ব্যাপারে আগ্রহী। তবে জুড বেলিংহ্যামের মতো মিডফিল্ডারের সঙ্গে চুক্তি স্বাক্ষর হলে লুকাকে ছেড়ে দেওয়ার কথা ভাবতে পারে রিয়াল।