ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সৌরভকে আনফলো করেছেন বিরাট, কারণ কী?

সৌরভকে আনফলো করেছেন বিরাট, কারণ কী?

ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৩ | ১৫:৪৯ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৩ | ১৫:৪৯

ভারতের সাবেক অধিনায়ক ও বিসিসিআই-এর সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম থেকে বিরাট কোহলি আনফলো করেছেন বলে খবর বেরিয়েছে।

শনিবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে খেলতে নেমেছিল বিরাট কোহলিদের দল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। যে ম্যাচে বিরাটদের দল জয় পায়। ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়, স্টাফরা একে অপরের সঙ্গে হাত মেলান। 

সৌরভকে ইনস্টা থেকে আনফলো করেছেন বিরাট। ছবি: সংগৃহিত

কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, বিরাট কোহলিকে এড়িয়ে দিল্লির মেন্টর সৌরভ গাঙ্গুলি অন্য খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাচ্ছেন। ওই ঘটনার পরই নাকি সৌরভকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন বিরাট। 

কিন্তু তাদের মধ্যে ওই তিক্ততা কী নিয়ে? সংবাদ মাধ্যম দাবি করেছে, বিরাট কোহলি যখন তিন ফরম্যাটে ভারতের অধিনায়ক ছিলেন সৌরভ গাঙ্গুলি ছিলেন তখন বোর্ড প্রেসিডেন্ট। বিরাট তখন তিন ফরম্যাটের নেতৃত্ব থেকে সরে যান।

বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ তখন মিডিয়ার কাছে বলেছিলেন, নির্বাচক কমিটি ও বোর্ড চেয়েছিল বিরাট অন্তত টি২০ ফরম্যাটে নেতৃত্ব দিক। যদিও শেষ পর্যন্ত নির্বাচকরা দুই ফরম্যাটে দু’জন অধিনায়ক না রাখার বিষয়ে সম্মত হন। 

পরেই বিরাট দাবি করেন যে, বোর্ড প্রেসিডেন্ট কিংবা নির্বাচকদের পক্ষ থেকে টি-২০ নেতৃত্বের ব্যাপারে তার সঙ্গে কোন আলাপ করা হয়নি। এরপর থেকেই দু’জনের মধ্যে সম্পর্ক শীতল হয়েছে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন

×