ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

জন্মভূমিতে ফিরে এক টেস্ট খেলেই অবসরে ব্যালান্স

জন্মভূমিতে ফিরে এক টেস্ট খেলেই অবসরে ব্যালান্স

জিম্বাবুয়ের হয়ে এক টেস্ট খেলেই সেঞ্চুরি দেখা পান ব্যালান্স। ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৩ | ০৮:১৪ | আপডেট: ২০ এপ্রিল ২০২৩ | ০৮:১৪

ইংল্যান্ড ও জিম্বাবুয়ের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা গ্যারি ব্যালান্স সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ৩৩ বছর বয়সী এই ব্যাটার তাৎক্ষনিক প্রতিক্রিয়ার অংশ হিসেবে অবসর নিয়েছেন বলে জানিয়েছেন। 

২০১৪ সালে ইংল্যান্ড জাতীয় দলে অভিষেক হয় ব্যালান্সের। ২০১৭ সাল পর্যন্ত ইংলিশদের হয়ে ২৩টি টেস্ট খেলেছেন তিনি। করেছেন চারটি সেঞ্চুরি। ইংল্যান্ড দলে জায়গা হারানোয় ২০২৩ সালে জিম্বাবুয়ের হয়ে খেলার সিদ্ধান্ত নেন তিনি।

এছাড়া ইয়ার্কাশায়ারের হয়ে দুই বছরের চুক্তি করেন। জিম্বাবুয়ের জার্সিতে চলতি বছরের ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি টেস্ট খেলেছেন ব্যালান্স। ঘরের মাঠে ওই টেস্টে ১৩৭ রানের হার না মানা ইনিংস খেলেন এই ব্যাটার। 

তার ২১ ওয়ানডের ক্যারিয়ারে পাঁচটি ম্যাচ খেলেছেন জিম্বাবুয়ের হয়ে। একটি টি-২০ও খেলেছেন জন্মভূমির হয়ে। অবসর ঘোষণা করে ব্যালান্স বিবৃতিতে বলেছেন, ‘অনেক ভাবনা-চিন্তা করে তাৎক্ষনিক প্রতিক্রিয়ার অংশ হিসেবে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি।’

জন্মভূমির হয়ে খেলার সুযোগ পাওয়ায় জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ দিয়েছেন তিনি, ‘জিম্বাবুয়ে আমাকে নতুন করে ক্রিকেটে আনন্দ খুঁজে পেতে সহায়তা করেছে। জিম্বুাবুয়ে বোর্ডকে ধন্যবাদ। এখন আমি এমন একটা পর্যায়ে আছি, যেখানে খেলার প্রতি আমার কোন নিবেদন নেই। আমি খেলে গেলে জিম্বাবুয়ে দলের জন্য ক্ষতি হবে। জিম্বাবুয়ে ক্রিকেটের জন্য শুভকামনা।’

আরও পড়ুন

×