ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

এনজো ফার্নান্দেজকে ভালো ফুটবলার মনে করেন না স্নাইডার

এনজো ফার্নান্দেজকে ভালো ফুটবলার মনে করেন না স্নাইডার

এনজো ফার্নান্দেজ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৩ | ২৩:৫৩ | আপডেট: ২০ এপ্রিল ২০২৩ | ২৩:৫৪

সাবেক ডাচ মিডফিল্ডার ওয়েসলি স্নাইডার প্রশ্ন তুলেছেন এনজো ফার্নান্দেজের নিবেদন আর সামর্থ্য নিয়ে। তাকে ভালো ফুটবলার মনে করছেন না তিনি।

স্নাইডারের চোখে এনজোর ধীরগতি, ম্যাচে বলের নিয়ন্ত্রণ হারানো ইত্যাদি বেজায় দৃষ্টিকটু। বিশেষ করে এনজোকে যে পরিমাণ অর্থ দিয়ে চেলসি কিনেছে, সে অনুপাতে তার পারফরম্যান্স ভালো নয় বলেই মনে হয় স্নাইডারের।

স্নাইডার বলেন, ‘এই ছেলের কী হয়েছে? দলের মালিক কী করছে? কিছুই নয়। আমি হলে কালই ওকে ডেকে নিয়ে কথা বলতাম। তাকে আমার খুব ভালো ফুটবলারও মনে হয় না। বিশ্বকাপে সে মেসিকে মাঠে দারুণ সহায়তা করেছিল। এটা নিয়ে সবাই কথা বলে। আমিও মনে করেছিলাম, এনজো চেলসিতেও একই ধরনের খেলা খেলবে। কিন্তু ও তো এর ধারেকাছেও নেই।’

ইংলিশ ফুটবলে এ মুহূর্তে সবচেয়ে দামি ফুটবলার এনজো ফার্নান্দেজ। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জিতেছেন, পেয়েছেন কাতার বিশ্বকাপের সেরা উদীয়মান ফুটবলারের স্বীকৃতিও। এই পারফরম্যান্স দেখেই বেনফিকা থেকে এনজোকে চেলসি দলে ভিড়িয়েছে ১ হাজার ৩৯৯ কোটি টাকায়।

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দুই লেগেই রিয়াল মাদ্রিদের বিপক্ষে সহজেই হেরেছে চেলসি। দুই ম্যাচেই এনজো ফার্নান্দেজের পারফরম্যান্স খুব একটা মন ভরাতে পারেনি চেলসি সমর্থকদের।

আরও পড়ুন

×