শচীনের পঞ্চাশে সিডনি গাউন্ডের ফলকের নামকরণ

ছবি: ক্রিকইনফো
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৩ | ০৮:১০ | আপডেট: ২৪ এপ্রিল ২০২৩ | ১১:২৯
সিডনি ক্রিকেট গ্রাউন্ড শচীন টেন্ডুলকার ও ব্রায়ান লারার নামে সোমবার একটি গেটের নামকরণ করেছে। সিডনি গ্রাউন্ডের গেটে ডোনাল্ড ব্রাডম্যান, অ্যালান ডেভিডসন ও আর্থার মরিচের সঙ্গে যুক্ত হলেন তারা।
তাদের নামকরণের দিন হিসেবে ২৪ এপ্রিলকে বেছে নেওয়া হয়েছে। কারণ এদিন শচীন টেন্ডুলকার ৫০ বছরে পা দিয়েছেন। এছাড়া লারার সিডনি গ্রাউন্ডে ২৭৭ রানের ইনিংস খেলার ৩০ বছরও (গত জানুয়ারিতে) পূর্ণ হয়েছে।
ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে বলেছে, গেটটি সফরকারী দলের ড্রেসিংরুমের দিকে অবস্থিত। এই গেট ব্যবহার করে সফরকারী দলের ক্রিকেটাররা মাঠে প্রবেশ করবেন।
সিউনি গ্রাউন্ডের গেটের নামকরণ নিয়ে টেন্ডুলকার বলেছেন, ‘ভারতের বাইরে সিডনি আমার প্রিয় মাঠ। ১৯৯১-৯২ মৌসুম সিডনিতে প্রথম সফরের পর এই মাঠে আমার বেশ কিছু ভালো স্মৃতি আছে। আমি ও আমার প্রিয় বন্ধু লারার নামে গেটের নামকরণ হয়েছে, ওই গেট দিয়ে সফরকারী দল মাঠে প্রবেশ করবে, এটা খুবই সম্মানের।’
লারা বলেছেন, ‘আমি গভীরভাবে সম্মানিত বোধ করছি। আমি নিশ্চিত শচীনের অনুভূতিও একই। এই মাঠে আমার ও আমার পরিবারের দারুণ কিছু স্মৃতি আছে। অস্ট্রেলিয়া গেলেই আমি সিডনিতে যেতে পছন্দ করি।’