ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ফিফটি নট আউট: শুভেচ্ছায় সিক্ত শচীন

ফিফটি নট আউট: শুভেচ্ছায় সিক্ত শচীন

ছবি: টুইটার

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৩ | ১২:২২ | আপডেট: ২৪ এপ্রিল ২০২৩ | ১২:২২

আন্তর্জাতিক ক্যারিয়ারে ১০০ সেঞ্চুরি করেছেন শচীন টেন্ডুলকার। তার ফিফটির কথা কে মনে রাখে, কেই-বা শুভেচ্ছা জানায়! ১৬৪ আন্তর্জাতিক ফিফটি করেছেন লিটিল মাস্টার। এর কোনটা সেরা ভক্তরা দূরের কথা শচীনও হয়তো বলতে পারবেন না। কিন্তু তার সোমবারের ফিফটি বিশেষ।

এতোটাই বিশেষ যে, ভারতের বিশ্বকাপ জয়ী কিংবদন্তি ক্রিকেটার শচীন ওই ফিফটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। পোস্ট করেছেন তার সতীর্থরা। শুভেচ্ছা জানিয়েছেন প্রতিপক্ষ শিবিরে থাকা কিংবদন্তি ক্রিকেটার। দিনটি স্মরণ করে সিডনি ক্রিকেট গ্রাউন্ড শচীনের নামে স্টেডিয়ামের ভেতরের ফলকের নামকরণ করেছে। 

কারণ শচীন তার জীবনের খাতার ৪৯তম পাতা উল্টে ৫০ বছরে পা দিয়েছেন। নিজের জন্মদিন উপলক্ষে কিংবদন্তি এই ক্রিকেটার টুইট করেছেন, ‘টি টাইম: ফিফটি নট আউট’। জন্মদিনকে টেস্ট ক্রিকেটের সঙ্গে তুলনা করেছেন তিনি। হার না মানা ফিফটি করে চায়ের বিরতিতে আছেন এমন ইঙ্গিত করেছেন। 

‘টি টাইম: ফিফটি নট আউট’ ক্যাপশনে নিজের জন্মদিন নিয়ে পোস্ট করেছেন শচীন। সঙ্গে দিয়েছেন এই ছবি 

আইসিসি’র টুইটার থেকে শচীনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখেছে, ‘আরও একটি হাফ সেঞ্চুরি।’ সঙ্গে বেশ কিছু ছবি দিয়ে লিখেছে, ‘বছরের পর বছর ধরে ক্রিকেটের কিংবদন্তি।’ বিসিসিআই টুইট করেছে, ‘৬৬৪ আন্তর্জাতিক ম্যাচ, ৩৪ হাজার ৩৫৭ আন্তর্জাতিক রান, ২০১ উইকেট, একমাত্র ক্রিকেটার হিসেবে একশ’ সেঞ্চুরি এবং ২০১১ বিশ্বকাপ জয়ী শচীনকে ৫০তম জন্মদিনের শুভেচ্ছা।’ 

রবি শাস্ত্রী টুইট করেছেন, ‘শুভ জন্মদিন, বিগ বস। জীবনের হাফ সেঞ্চুরি। শীর্ষ পর্যায়ে তোমার ১০০ পূর্ণ হোক। দারুণ উদযাপন হোক ও অসাধারণ বছর কাটুক। ঈশ্বর তোমার মঙ্গল করুণ।’ যুবরাজ সিং লিখেছেন, ‘তিনি এলেন, খেললেন এবং চার প্রজন্মের মন জিতলেন। ভালো দিন কিংবা খারাপ, শূন্য কিংবা শতক তার মাথা সবসময় উঁচুতে আর পা মাটিতে রেখেছেন। তিনি আমাদের শিখিয়েছেন, পথ সঠিক হলে দীর্ঘমেয়াদি সফলতা আসে।’

শচীনের জন্মদিনে সিডনি ক্রিকেট গ্রাউন্ডের ফলকের নামকরণ। ছবি: ক্রিকইনফো

শচীনকে শুভেচ্ছা জানিয়ে ব্রেটলি লিখেছেন, ‘হেই শচীন, এতোগুলো বছর ধরে আমি তোমার অনেকগুলো হাফ সেঞ্চুরি দেখেছি, কিন্তু এটা তোমার সেরা ফিফটি। শুভ জন্মদিন কিংবদন্তি, অনেক আনন্দে কাটুক তোমার দিন, অনেক জন্মদিন ফিরে আসুক।’ 

শচীনকে শুভেচ্ছা জানিয়ে পঞ্চাশ বছরের ক্লাবে স্বাগত জানিয়েছেন অনিল কুম্বলে। ড্রেসিংরুমের বেলকুনি থেকে নেওয়া শচীনের ৩৫তম সেঞ্চুরির একটি দৃশ্য তিনি শেয়ার করেছেন টুইটারে। এছাড়া ভিভিএস লক্ষ্মণ, চেতেশ্বর পূজারা, স্মৃতি মান্দানা, সুরেশ রায়না, ক্রিস গেইল, ড্যান মরিসনরা শচীনকে তার জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

আরও পড়ুন

×