বিশ্বকাপের পুলে আছেন মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৩ | ১২:৪৭ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৩ | ১২:৪৭
ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ সিরিজে খেলেছেন মাহমুদউল্লাহ। বিশ্রামের অন্তরালে আয়ারল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ থেকে বাদ দেওয়া হয় তাকে। আইরিশদের বিপক্ষে ফিরতি সিরিজেও তিনি দলে নেই। স্বভাবতই ক্রিকেট পাড়ায় প্রশ্ন উঠেছে, তবে কি দেশের ক্রিকেটে মাহমুদউল্লাহ রিয়াদ অধ্যায় শেষ হতে চলেছে?
এদিকে বিশ্বকাপের দল গোছানোয় পুরোদমে ব্যস্ত বিসিবি। যেখানে মাহমুদউল্লাহর থাকা-না থাকার নাটক চলমান। গতকাল টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন তো বলেই দিলেন, বিশ্বকাপ দলে মাহমুদউল্লাহর কোনো সুযোগ দেখছেন না তিনি। তবে ৪৮ ঘন্টা না যেতেই প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানালেন, মাহমুদউল্লাহকে রেখেই বিশ্বকাপের জন্য দল গঠনের পরিকল্পনা সাজাচ্ছেন তিনি।
শুক্রবার মাহমুদউল্লাহকে নিয়ে প্রশ্নে প্রধান নির্বাচক নান্নু বলেন, '২৪ জন খেলোয়াড় আমাদের পুল করা আছে। সুতরাং এখানে নির্দিষ্ট কোনো নাম না, এখানে যারা আছে সবাইকে বিশ্বকাপের জন্য মনিটরিং করা হচ্ছে। কেউ চোখের আড়াল হচ্ছে না। তো যাকে যখন প্রয়োজন মনে করবো তখনই তাকে দলে নেয়া হবে।'
মাহমুদউল্লাহকে নিয়ে পরিষ্কার করে কিছু না বললেও নাঈম শেখের নাম স্পষ্ট করেই বললেন নান্নু। কারণ বর্তমানে ছন্দে আছেন বাঁহাতি এই ব্যাটার। ঢাকা লিগে ৭১৯ রান নিয়ে শীর্ষে আছেন আবাহনীতে খেলা নাঈম। তাকে নিয়ে প্রধান নির্বাচক বলেন, 'নাঈম শেখ অবশ্যই ভালো করছে। সে আমাদের এইচপি টিমে ছিল। 'এ' টিমের সামনে সিরিজ আছে, সেখানেও দেখব। ডিপিএলে অনেকগুলো খেলোয়াড় ভালো পারফর্ম করছে। এদেরকে ভালো করে মনিটরিং করা হচ্ছে। আমাদের পুলের যে ২৪ জন খেলোয়াড় আছে সেটার মধ্যে অবশ্যই সে থাকবে।'