ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

মুম্বাইকে চাপে রেখেছে বাংলাদেশ

মুম্বাইকে চাপে রেখেছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৩ | ১৬:২৩ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৩ | ১৬:২৩

মুম্বাই অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে তিন দিনের ম্যাচের প্রথম দিনটি ভালোই কেটেছে প্রাইম ব্যাংক বিসিবি কম্বাইন্ড অনূর্ধ্ব-১৬ ক্রিকেট দলের। মুম্বাইয়ের টেন্ডুলকার জিমখানা মাঠে স্বাগতিকদের ১৯০ রানে অলআউট করা বাংলাদেশ দলের সংগ্রহ এক উইকেটে ৫৭ রান।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে মুম্বাই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। ৭৬.৩ ওভার ব্যাট করে মাত্র ১৯০ রানে অলআউট হয় স্বাগতিকরা। অনিরুদ্ধ নায়ার ছাড়া পঞ্চাশছোঁয়া ইনিংস খেলতে পারেননি কেউই। ১৩৯ বলে ৬৩ রান করেন ভারতীয় এ উদীয়মান ব্যাটার। এছাড়া শ্রেয়াস রায় ৩৯ ও ইন্দ্রজিৎ সাকপাল ২৬ রান করেন। দুটি করে উইকেট নিয়েছেন তিনজন– মো. সবুজ, রাতুল ও আজিজুল। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন শাহরিয়া আমিন, সানজিদ মজুমদার ও শেখ ইমতিয়াজ শিহাব।

জবাব দিতে নেমে ওপেনিং জুটি ভালো শুরু এনে দেয়। অধিনায়ক জাওয়াদ ৩১ বলে ৪৪ রান করে আউট হন। শেষপর্যন্ত প্রথম দিনে ১০ ওভার ব্যাট করে ১ উইকেটে ৫৭ রান নিয়ে দিনের খেলা শেষ করে প্রাইম ব্যাংক বিসিবি কম্বাইন্ড অনূর্ধ্ব-১৬ ক্রিকেট দল।

আরও পড়ুন

×