ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বিরাট-গম্ভীর দ্বন্দ্ব: জরিমানা কত, শোধ করবে কে?

বিরাট-গম্ভীর দ্বন্দ্ব: জরিমানা কত, শোধ করবে কে?

ম্যাচ শেষে বিরাট ও গম্ভীরের সৌজন্য বিনিময়। ছবি: সংগৃহিত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৩ | ১২:৫০ | আপডেট: ০৪ মে ২০২৩ | ১২:৫০

গৌতম গম্ভীর ও বিরাট কোহলির সঙ্গে আগেও দ্বন্দ্ব বেধেছে। কলকাতায় খেলা গম্ভীর এবং ব্যাঙ্গালুরুয় খেলা বিরাটের মধ্যে ওই কথা কাটাকাটি দেখা যায়। এবার ব্যাঙ্গালুরুর বিরাট এবং লক্ষ্মৌ সুপার জায়ান্টের মেন্টর গম্ভীর কথা কাটাকাটিতে জড়িয়েছেন। 

ওই ঘটনায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) দু’জনকে ম্যাচ ফি’র শতভাগ জরিমানা করেছে। বেতন অনুযায়ী, বিরাটের ম্যাচ প্রতি ফি ১ কোটি ৭ লাখ রুপি। যদি বিরাটের দল ব্যাঙ্গালুরু প্লে অফে ওঠে তাহলে তার ম্যাচ ফি কমবে। 

কোহলি মৌসুমে ব্যাঙ্গালুরুর থেকে ১৫ কোটি রুপি বেতন পান। ম্যাচ প্রতি ওই অর্থ ভাগ দিয়ে ম্যাচ ফি নির্ধারণ করা হয়। ওই হিসাবে ম্যাচ প্রতি তার ফি এক কোটির কাছাকাছি। অন্যদিকে গম্ভীরের ম্যাচ ফি (প্লে অফ বাদে) ২৫ লাখ রুপি করে। 

ম্যাচের ঘটনা নিয়ে গম্ভীর ও বিরাটের দ্বন্দ্ব। ছবি: সংগৃহিত

নিয়ম অনুযায়ী, জরিমানা কোহলির দেওয়ার কথা। তবে ব্যাঙ্গালুরুর একজন মুখপাত্র ক্রিকবাজকে বলেছেন, যেহেতু কোহলি দলের জন্য দ্বন্দ্বে জড়িয়েছে জরিমানা ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে বহন করা হবে। কোহলির দ্বন্দ্বে জড়ানোর বিষয়টিকে সম্মানও জানাচ্ছে ব্যাঙ্গালুরু। 

গম্ভীরের বিষয়টি কী হবে তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গম্ভীর এবং লক্ষ্মৌয়ের মালিক সঞ্জিব গোয়েনকা ঠিক করবেন বলে জানানো হয়েছে। তবে তার জরিমানাও ম্যাচ ফি থেকে কাটা হবে না বলে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে ধারণা পেয়েছে ক্রিকবাজ। 

আইপিএলে পূর্বের আসরগুলোতেও এমনই হয়ে এসেছে। আসর শেষে বিসিসিআই ফ্র্যাঞ্চাইজিকে জরিমানার রশিদ পাঠিয়ে দিয়েছে সেভাবে অর্থ পরিশোধ করেছে ফ্র্যাঞ্চাইজি। তবে বিশেষজ্ঞতা বলছেন, জরিমানার অর্থ সাজা পাওয়া ব্যক্তির থেকে নেওয়া উচিত। তাছাড়া তাদের দায়বদ্ধতার জায়গা থাকবে না এবং ভুলের পুনরাবৃত্তি হবে।

আরও পড়ুন

×