নাটকীয় জয়ে প্লে অফের দৌড়ে টিকে রইল কলকাতা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ মে ২০২৩ | ১৯:৩৭ | আপডেট: ০৪ মে ২০২৩ | ১৯:৩৭
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৪৭তম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদের লড়াইটি ছিল নাটকীয়তায় পরিপূর্ণ। জয়ের জন্য শেষ ওভারে ৯ রান প্রয়োজন ছিল হায়দরাবাদের। কিন্তু বরুণ চক্রবর্তীর নৈপুণ্যতায় দলকে জয় এনে দিতে ব্যর্থ হন ভুবনেশ্বর কুমার ও মায়াঙ্ক মারকান্দে।
শেষ পর্যন্ত ৫ রানের হার নিয়ে মাঠ ছেড়েছে হায়দরাবাদ। এ জয়ে ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে প্লে অফের দৌড়ে টিকে রইল কলকাতা।
বৃহস্পতিবার ১৭২ রান তাড়ায় নেমে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৬৬ রানে থামে হায়দরাবাদের ইনিংস।
হায়দরাবাদের হয়ে এদিন উইকেটের দেখা পেয়েছেন সব বোলাররা। সর্বোচ্চ ২টি করে উইকেট নিয়েছেন মার্কো ইয়ানসেন ও নাতারাজান। ১টি করে উইকেট নেন ভুবনেশ্বর, কার্তিক তিয়াগি, মারক্রাম এবং মায়াঙ্ক মারকান্দে।