যদি তিনি থাকতেন...

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৫ মে ২০২৩ | ১৮:০০
বিধাতার এ কেমন খেলা! যে দিয়েগো ম্যারাডোনা ছিলেন আর্জেন্টিনা ও নেপলসের অভিভাবক। তাদের ফুটবলের আইডল। তিনিই দেখে যেতে পারলেন না এই দু’দলের সুখের সময়। ২০২০ সালে চলে যান না ফেরার দেশে। তাঁর যাওয়ার পর আর্জেন্টিনার ঘরে এলো তৃতীয় বিশ্বকাপ। এবার ন্যাপোলি জিতল তাদের তৃতীয় সিরি-এ লিগ। কত মিল তাই না? অথচ ম্যারাডোনা থাকলে এ দুই রাজ্যের উৎসব হতো আরও রঙিন। অবশ্য তিনি না থেকেও ছিলেন।
গত বছরের ডিসেম্বরে কাতারে ফ্রান্স বধের পর মেসিরাও মনেপ্রাণে তাঁকে স্মরণ করেন। তাঁর দেখানো পথ ধরেই তো এসেছিল সাফল্য। এবার সেই ম্যারাডোনার সেকেন্ড হোম নেপলসে আনন্দের জোয়ার। সবই ঠিক আছে, শুধু নেই তাদের প্রাণের মানুষটি। দেয়ালে দেয়ালে তাঁর আলপনা, হাতে হাতে তাঁর ছবি, মুখে মুখে তার গান। তিনি যে নেপলসের রাজা। যতদিন এই ক্লাব থাকবে ততদিন থাকবে ম্যারাডোনার নাম। নিজেদের হোম ভেন্যুর নামটাও এই আর্জেন্টাইন কিংবদন্তির নামে।
নেপলসের মেয়েদের নাকি দুজন করে প্রেমিক। একজন পারমানেন্ট। আরেকজনের নিশ্চয়তা নেই। এই পারমানেন্ট প্রেমিক তো ম্যারাডোনাই। দিয়াগোও মানিক চিনতে ভুল করেননি। বার্সা কিংবা আরো বড় ক্লাবের অর্থের ঝনঝনানি তার মন গলাতে পারেনি। সব ছেড়ে এই নেপলসকেই আপন করে নিয়েছিলেন।
আর্জেন্টিনার পর এই শহরটাই তার বেশি চেনা, বেশি কাছের ছিল। কিন্তু কিছু আক্ষেপ, আফসোস তাকেও শান্তিতে ঘুমোতে দেয়নি। ৯০’এ ন্যাপোলি মাতিয়ে সবার মনের মনিকোঠায় স্থান করে নিলেও দীর্ঘসময় তার প্রিয় ক্লাবের হতাশা তাকে নীরবে কাঁদিয়েছে। তবে তার ছায়া দেখে দেখে ঠিকই ন্যাপোলি আজ ইতালির কিং। হয়তো এই সুখের বাতাস বইবে আরো কিছু বছর।
- বিষয় :
- ম্যারাডোনা
- দিয়েগো ম্যারাডোনা
- আর্জেন্টিনা