ইনজুরিতে শেষ ওয়ানডে থেকে ছিটকে গেলেন সাকিব
-samakal-64525042e4a76-samakal-645fea0827c78.jpg)
সাকিব আল হাসান। ফাইল ছবি।
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩ মে ২০২৩ | ১৯:৫০ | আপডেট: ০৬ জুন ২০২৩ | ১০:৪৭
আঙুলের ইনজুরিতে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডে থেকে ছিটকে গেছেন জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। বিসিবির মিডিয়া বিভাগ থেকে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে। রোববার চেমসফোর্ডে অনুষ্ঠিত সিরিজ নির্ধারণী ম্যাচে খেলা হবে না তার।
বিসিবি জানিয়েছে, দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ক্যাচ নিতে গিয়ে ডানহাতের তর্জনী আঙুলে চোট পেয়েছেন সাকিব।
শনিবার তার আঙুলে এক্স রে করানো হয়েছে। সেখানে চিড় ধরা পড়েছে। এমন ইনজুরি থেকে সেরে উঠতে ছয় সপ্তাহ পর্যন্ত সময় লাগে। যার অর্থ শুধু আইরিশদের বিপক্ষে নয়, আফগানদের বিপক্ষে ঘরের মাঠে একমাত্র টেস্টটিও মিস করতে পারেন তিনি। যদিও ওই টেস্টের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
- বিষয় :
- সাকিব আল হাসান
- ইনজুরি
- আঘাত