ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

আইপিএলে 'ডাক' মারার রেকর্ডে সবার ওপরে বাটলার

আইপিএলে 'ডাক' মারার রেকর্ডে সবার ওপরে বাটলার

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৩ | ০৮:০৭ | আপডেট: ২০ মে ২০২৩ | ০৮:১৫

আইপিলের গত আসরে ব্যাট হাতে রানের ফুলঝুরি ফুটিয়েছেন রাজস্থান রয়্যালসের ওপেনার জস বাটলার। ১৭ ম্যাচে ৮৬৩ রান তুলে দলকে ফাইনালে তুলেছিলেন এ ইংলিশ ব্যাটার। এর মধ্যে চারটি সেঞ্চুরিও তুলেছেন তিনি। গত মৌসুমে তার চেয়ে বেশি রান কেউ করতে পারেনি।

সেই বাটলারই চলতি আসরে নিজেকে হারিয়ে খুঁজছেন। রাজস্থানের হয়ে এখন পর্যন্ত ১৪ ইনিংসে ২৮ গড়ে ১৩৯ স্ট্রাইক রেটে তুলেছেন ৩৯২ রান। এর মধ্য দিয়ে বিব্রতকর এক রেকর্ডে নাম তুলেছেন মারকুটে এ ওপেনার।

শুক্রবার ধর্মশালায় চলতি আইপিএলে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলেছে রাজস্থান। এ ম্যাচে প্রোটিয়া পেসার কাগিসো রাবাডার বলে এলবিডব্লুর ফাঁদে পড়েন জস বাটলার। এতে ৪ বল খেলে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরতে হয় তাকে। এই নিয়ে আইপিএলের চলতি মৌসুমে পাঁচবার 'ডাক' উপহার দিলেন বাটলার।

এর আগে, এক আসরে কোনো ব্যাটারই পাঁচবার শূন্য রানে আউট হয়নি। পাঁচ ডাকের পাশাপাশি এবার চার ফিফটি তুলেছেন ইংলিশ এই ব্যাটার।

২০১৬ সালে আইপিএল অভিষেকের পর থেকে গত মৌসুম পর্যন্ত ৮১ ইনিংস খেলেছেন বাটলার। যেখানে মাত্র একবারই ০ রানে আউট হয়েছিলেন তিনি। এবার এবার এক মৌসুমেই আরও ৫টি 'ডাক' যোগ হওয়ায় মোট সংখ্যাটা দাঁড়াল ৬।

এদিকে আইপিএলের সর্বোচ্চ 'ডাক' মারার রেকর্ডে বেশ পিছিয়ে বাটলার। সর্বোচ্চ ১৬টি করে 'ডাক' মেরেছেন রোহিত শর্মা ও দিনেশ কার্তিক। ১০ টি করে ডাক মারা ব্যাটার আছেন ২০ জন।

এক মৌসুমে আইপিএলে সর্বোচ্চ ডাক: 

৫: জস বাটলার (রাজস্থান রয়্যালস): ২০২৩ 

৪: হার্শেল গিবস (ডেকান চার্জার্স): ২০০৯ 

৪: মিথুন মানহাস (পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া): ২০১১ 

৪: মনীষ পান্ডে (পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া): ২০১২ 

৪: শিখর ধাওয়ান (দিল্লি ক্যাপিটালস): ২০২০ 

৪: এউইন মরগান (কলকাতা নাইট রাইডার্স): ২০২১ 

৪: নিকোলাস পুরান (পাঞ্জাব কিংস): ২০২১

আরও পড়ুন

×