ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

এবার বার্সা ছাড়ার ঘোষণা দিলেন আলবা

এবার বার্সা ছাড়ার ঘোষণা দিলেন আলবা

বার্সার ছাড়ার ঘোষণা দিয়েছেন ডিফেন্ডার আলবা। ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৩ | ১০:৩৪ | আপডেট: ২৪ মে ২০২৩ | ১০:৩৪

সের্গিও বুসকেটস মৌসুম শেষে বার্সেলোনা ছাড়বেন। মৌসুম শেষেই তার সঙ্গে চুক্তি শেষ হতো কাতালান ক্লাবটির। নতুন চুক্তির বিষয়ে গুঞ্জনও ছিল। 

এর মধ্যে ক্লাব ছাড়ার ঘোষণা দিয়ে বার্সা অধিনায়ক ক্লাবকে বাচিয়ে দিয়েছেন। তার মোটা অঙ্কের বেতন থেকে রেহায় পেয়েছে লা লিগা চ্যাম্পিয়নরা। 

এবার তাৎক্ষনিক প্রতিক্রিয়ার অংশ হিসেবে বার্সেলোনা ছাড়ার ঘোষণা দিয়েছেন জর্ডি আলবা। তার সঙ্গে লা লিগার ক্লাবটির আরও এক মৌসুম চুক্তি আছে। 

তবে ওই চুক্তির মেয়াদ শেষ না করে মৌসুম শেষে আলবা বার্সা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। ১১ মৌসুম বার্সায় কাটানোর পর তিনি এখন নতুন চ্যালেঞ্জ নিতে চান। 

বুসকেটসের মতো আলবাও বার্সার থেকে মোটা অঙ্কের অর্থ বেতন নেন। তাকে বার্সা মৌসুম শেষে অন্যত্র বিক্রি করে দেওয়ার কথা ভাবছিল। তার আগে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিলেন এই স্প্যানিশ লেফট ব্যাক।

আরও পড়ুন

×