ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

শান্তর দাপুটে ব্যাটিংয়ে প্রথমদিন টাইগারদের

শান্তর দাপুটে ব্যাটিংয়ে প্রথমদিন টাইগারদের

নাজমুল শান্তর তৃতীয় টেস্ট সেঞ্চুরি উদযাপন। ছবি: এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৩ | ০৪:২৫ | আপডেট: ১৪ জুন ২০২৩ | ১২:২৭

সবুজ ঘাসের উইকেটে লাল বল সামলানো কঠিন ব্যাপার। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের ‘সবুজ উইকেট’ নিয়ে ওভাল কিংবা ওয়েলিংটন ক্রিকেট গ্রাউন্ডের ‘হাইপ’ উঠেছে। পেস বোলিং দিয়ে ওই সবুজের সুবিধা নিতে টস জিতে বোলিংও নেন আফগান অধিনায়ক হাসমতুল্লাহ শাহেদি। 

কিন্তু গতিহীন পেস ও অনিয়ন্ত্রিত বোলিং বনাম নাজমুল শান্ত দুর্দান্ত ব্যাটিং এবং মাহমুদুল জয়, মুশফিকুর রহিম ও মেহেদি মিরাজের দৃঢ়তায় লাল বল ও সবুজ উইকেটের ভীতি কাটিয়ে ঢাকা টেস্টের প্রথমদিন ব্যাট হাতে রাজত্ব করেছে বাংলাদেশ। প্রথমদিনের ৭৯ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৩৬২ রান তুলেছে স্বাগতিকরা। 

আট বছর পর জুনে ঘরের মাঠে টেস্ট খেলছে বাংলাদেশ। ২০১৫ সালে ভারতের বিপক্ষে সেই টেস্টের ফতুল্লা স্টেডিয়াম এখন স্মৃতিতে। ফোরকাস্টে বৃষ্টি, সঙ্গে সবুজ উইকেটের চিন্তা মাথায় নিয়ে শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশ দলের। তামিম ইকবালের ইনজুরিতে ইনিংস শুরু করা জাকির হাসান ও মাহমুদুল জয়ের জুটি ভাঙে ৬ রানে। 

দিন শেষ করার স্বস্তি নিয়ে মাঠ ছাড়েন মুশফিক-মিরাজ। ছবি: এএফপি

এরপর জয় ও নাজমুল শান্ত গড়েছেন ২১২ রানের দুর্দান্ত জুটি। দেশের দশম সেরা ও দ্বিতীয় উইকেটে দ্বিতীয় সেরা ওই টেস্ট জুটিতে মাহমুদুল জয়ের ৭৬ রানের অবদান ছিল। তিনি ১৩৭ বল খেলে নয় চারে ওই রান করেন। পরে মুমিনুল হক ফিরলেন অবিচল ছিলেন নাজমুল শান্ত। চতুর্থ ব্যাটার হিসেবে ফিরে যাওয়ার আগে শান্ত খেলেন ১৪৬ রানের ইনিংস। তার ব্যাট থেকে ২৩টি চার ও দুটি ছক্কার শট আসে। 

শান্ত ফেরার পর জুটি দিতে পারেননি লিটন দাস। ২১৮ রানে দ্বিতীয় উইকেট হারানো বাংলাদেশ ২৯০ রানে হারায় পঞ্চম উইকেট। লিটন ফিরে যান ৯ রান করে। পরের সময়টা দারুণ খেলেছেন মুশফিকুর রহিম ও মেহেদি মিরাজ। তারা ৭২ রান যোগ করে দিন শেষ করেছেন। মিরাজের ব্যাট থেকে ৬৬ বলে সাত চারের শটে ৪৩ এবং মুশফিকের ব্যাট থেকে ৬৯ বলে ৪১ রান এসেছে। 

আফগানদের হয়ে নিজাত মাসুদ দুই উইকেট নিলেও ১৩ ওভারে ৫.২০ গড়ে ৬৭ রান দিয়েছেন। লেগ স্পিনার জাহির খান ওভার প্রতি ছয়ের ওপরে রান দিয়েছেন। তিনি ১৬ ওভারে ৯৮ রান দিয়ে নিয়েছেন একটি উইকেট। অন্য উইকেটটি নিয়েছেন আমির হামজা। আফগানরা বোলিংয়ে এতোটাই অনিয়ন্ত্রিত ছিল যে, ১৫ নো বলসহ অতিরিক্ত ৩১ রান দিয়েছেন। শান্তকে একবার বোল্ড করেও ওই নো বলের কারণে উল্লাস স্থায়ী হয়নি তাদের।

আরও পড়ুন

×