ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

লঙ্কান লিগে চমক মোহাম্মদ মিঠুন

লঙ্কান লিগে চমক মোহাম্মদ মিঠুন

ছবি: ফাইল

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুন ২০২৩ | ১৮:০০ | আপডেট: ১৫ জুন ২০২৩ | ০৪:০২

প্রায় দুই বছরের কাছাকাছি সময় তিনি জাতীয় দলে নেই। শেষবার ২০২১ সালের ২০ জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে ওডিআই খেলেছেন। এরপর ঘরোয়া লিগেও তেমন কিছু করেননি। কিন্তু গতকাল লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) নিলামে বাংলাদেশিদের মধ্যে চমক দেখালেন মোহাম্মদ মিঠুন।

যেখানে তামিম, মুশফিক, লিটন, তাসকিন, মিরাজ, বিজয়, সোহানরা অবিক্রীত থাকলেন; সেখানে ২০ হাজার ডলারে মিঠুনকে দলে নিয়েছে ভানুকা রাজাপাকসের দল গল গ্ল্যাডিয়েটর্স। অবশ্য এই দলটিতে আগে থেকেই নাম লিখিয়েছিলেন সাকিব আল হাসান। গলের বিদেশি আইকন ক্রিকেটার সাকিব।

কলকাতা নাইট রাইডার্সের অনুরোধে আইপিএল থেকে শেষ মুহূর্তে নাম তুলে নিতে হয়েছিল সাকিব আল হাসানকে। আইপিএলে তাঁর ভবিষ্যৎ যেমনই হোক না কেন, বিশ্বের অন্যান্য দেশের ফ্র্যাঞ্চাইজি বাজারে কিন্তু এখনও বাংলাদেশ বলতেই সেই সাকিব আল হাসান। শ্রীলঙ্কা ছাড়া কানাডার ঘরোয়া টি২০ লিগেও দল পেয়েছেন সাকিব।

মন্ট্রিয়েল টাইগার্স নামে একটি দলের হয়ে খেলবেন তিনি। তাঁর সঙ্গে কানাডার এই আসরে খেলার সুযোগ মিলেছে লিটন কুমার দাসেরও। গতকালই ড্রাফট অনুষ্ঠানে লিটনের নাম ঘোষণা করে সারে জাগুয়ার্স। ২০ জুলাই থেকে ৬ আগস্ট মাঠে গড়াবে কানাডার গ্লোবাল টি২০ টুর্নামেন্টের এই তৃতীয় আসর। অন্যদিকে, লঙ্কান প্রিমিয়ার লিগ শুরু হবে ৩০ জুলাই থেকে। এ সময়ের মধ্যে দেশের কোনো ম্যাচ না থাকায় সাকিবের সেখানে অংশ নিতে অসুবিধা হবে না।

আরও পড়ুন

×