ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

পাঁচ উইকেট না পাওয়ার আক্ষেপ নেই এবাদতের

পাঁচ উইকেট না পাওয়ার আক্ষেপ নেই এবাদতের

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৩ | ১৬:২৭ | আপডেট: ১৫ জুন ২০২৩ | ১৬:২৭

আফগানিস্তানকে ১৪৬ রানে অলআউট করতে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন টাইগার পেসার এবাদত হোসেন। তার গতি, বাউন্সে নড়বড়ে হয়েছে আফগান ব্যাটিং লাইনআপ। তাতে ক্যারিয়ারের দ্বিতীয়বারের মতো নিতে পারতেন ৫ উইকেট। দুর্দান্ত বল করে ৪৭ রান খরচায় ৪ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। কিন্তু চা বিরতির পর আর বল করতেই এলেন না এবাদত।

মূলত স্লো ওভার রেটের ঝুঁকি থাকায় অধিনায়ক লিটন দাস চা–পান বিরতির ২ ওভার আগে থেকেই দুই প্রান্ত থেকে স্পিনারদের বোলিংয়ে আনেন। দলের জন্য টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ৫ উইকেট নেওয়া হলো না ইবাদতের। তাতে অবশ্য আফসোসও নেই তার। 

সংবাদ সম্মেলেনে উঠে এসেছে তার ৫ উইকেট না পাওয়ার প্রসঙ্গটি। কোনো অতৃপ্তি আছে কিনা জানতে চাইলে বলেন, 'না, আলহামদুলিল্লাহ। পাঁচ উইকেট হয় নাই তবে আমরা দুই ওভার পেছনে ছিলাম, আমরা যদি পিছিয়ে থাকি তাহলে তো সমস্যা, এজন্য অধিনায়ক চেয়েছেন দুই পাশ থেকে দুজন স্পিনার দিয়ে শুরু করবো। যেহেতু টিম ফার্স্ট, তাই সেদিক দিয়ে ঠিক আছে। ব্যক্তিগত অর্জনের দিক থেকে আমার কাছে দলের চাওয়াটা বড় বিষয়।'

টেস্টে ঘরের মাঠে কোনো পেসারের ৫ উইকেট শেষবারের মত বাংলাদেশ দেখেছিল ১৩ বছর আগে। ২০১০ সালে চট্টগ্রামে ভারতের বিপক্ষে ৭১ রানে পাঁচ উইকেট নিয়েছিলেন শাহাদাত হোসেন। এবার সুযোগ থাকলেও দলের ভালোর জন্য ফাইফার পূরণ হয়নি এবাদতের।

আরও পড়ুন

×