ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ব্যাক টু ব্যাক সেঞ্চুরি: দ্বিতীয় বাংলাদেশি শান্ত

ব্যাক টু ব্যাক সেঞ্চুরি: দ্বিতীয় বাংলাদেশি শান্ত

নাজমুল শান্তর ব্যাক টু ব্যাক সেঞ্চুরি উদযাপন। ছবি: এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৩ | ০৫:৫০ | আপডেট: ১৬ জুন ২০২৩ | ০৫:৫০

আফগানিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টে দুর্দান্ত ব্যাটিং করছেন নাজমুল হোসাইন শান্ত। প্রথম ইনিংসে তিনি ১৪৬ রানের দুর্দান্ত সেঞ্চুরি করেন। ২৩টি চারের শট ও দুটি ছক্কা হাঁকান এই বাংলাদেশি ব্যাটার। ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরি তুলে নেন। 

তার ব্যাটে ভর করে প্রথম ইনিংসে ৩৮২ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। আফগানরা ১৪৬ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি পেয়েছেন এই বাঁ-হাতি ব্যাটার। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি ১২৮ বলে ১১০ রানে ব্যাট করেছেন। ১৪টি চারের শটে ওই রান আসে তার ব্যাট থেকে। এক টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করে কীর্তি গড়েছেন শান্ত। ২০২৩ সালের প্রথম ব্যাটার হিসেবেও দুই ইনিংসে সেঞ্চুরি তার। 

বাংলাদেশ ক্রিকেটের দ্বিতীয় ব্যাটার হিসেবে দুই ইনিংসে সেঞ্চুরির কীর্তি গড়েছেন শান্ত। তার আগে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে দুই ইনিংসে সেঞ্চুরির কীর্তি ছিল কেবল মুমিনুল হকের। তিনি চট্টগ্রামে ২০১৮ সালের জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে ১৭৬ এবং দ্বিতীয় ইনিংসে ১০৫ রানের ইনিংস খেলেছিলেন।

আরও পড়ুন

×