রুটে সওয়ার ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬ জুন ২০২৩ | ১৮:০০ | আপডেট: ১৭ জুন ২০২৩ | ০৩:২৫
বেচারা হ্যারি ব্রুক! এভাবে যে বোল্ড হয়ে যাবেন, তা বোধহয় তাঁর কল্পনাতেও ছিল না। ব্রুকের দুর্ভাগ্যজনক আউটের পরের ওভারে অধিনায়ক বেন স্টোকস উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বসলে হঠাৎ করেই চাপে পড়ে যায় ইংল্যান্ড।
সেখান থেকে দলকে টেনে তোলেন বহু যুদ্ধের পোড় খাওয়া সেনানী জো রুট। তার সেঞ্চুরির পর ৮ উইকেটে ৩৯৩ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে স্বাগতিক ইংল্যান্ড। রুট ১১৮ রানে অপরাজিত থাকেন। বেয়ারস্টো ৭৮ রানে আউট হন।
ভালোই ব্যাট করছিলেন হ্যারি ব্রুক। ৩৬ বলে ৩২ রান করার পর নাথান লায়নের লেগ স্টাম্পের বাইরে থাকা একেবারেই নিরীহ একটি ডেলিভারি ব্যাট উঁচিয়ে কেতাবি ঢঙে ছেড়ে দিয়েছিলেন এ তরুণ। ভাগ্য খারাপ হলে যা হয় আরকি, এই নিরীহ ডেলিভারিতেও সাজঘরে ফিরে যেতে হয় তাঁকে। বল ব্রুকের প্যাডে লেগে ওপরে উঠে যাওয়ার পর প্রতিপক্ষ যেন এলবি কিংবা ক্যাচের কোনো আবেদনই করতে না পারেন সে জন্য ব্যাট উঁচিয়ে দাঁড়িয়ে ছিলেন তিনি। কিন্তু বল মাটিতে পড়ে সবাইকে হতবাক করে দিয়ে এক ড্রপ খেয়ে স্টাম্পে ঘিয়ে আঘাত হনে।
অথচ এজবাস্টনে টসে জিতে ব্যাট করতে নেমে জ্যাক ক্রলির হাফ সেঞ্চুরিতে অ্যাশেজে চমৎকার সূচনা করেছিল ইংল্যান্ড। কিন্তু হ্যাজেলউড-লায়নরা টপাটপ কয়েকটি উইকেট তুলে নেন। ১৭৬ রানে ৫ উইকেট হারিয়ে ইংল্যান্ড যখন ধুঁকছে, তখনই ঘুরে দাঁড়ান জো রুট। চোট কাটিয়ে ফেরা জনি বেয়ারস্টোকে নিয়ে অবিচ্ছিন্নভাবে ষষ্ঠ উইকেটে ৮৬ রান যোগ করে দলকে একটা শক্ত অবস্থানে পৌঁছে দিয়েছেন রুট।
জবাব দিতে নেমে প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ বিনা উইকেটে ১৪ রান।
- বিষয় :
- অ্যাশেজ
- ইংল্যান্ড-অস্ট্রেলিয়া
- জো রুট