ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

'অধিনায়কত্ব অনেক উপভোগ করেছি'

'অধিনায়কত্ব অনেক উপভোগ করেছি'

ছবি- এএফপি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুন ২০২৩ | ০৯:৪৭ | আপডেট: ১৭ জুন ২০২৩ | ০৯:৪৭

টেস্ট অভিষেকের পর থেকেই ব্যাট হাতে নিজের জাত চিনিয়েছে লিটন দাস। উইকেটের পেছনেও সরব থাকেন তিনি। নানা চড়াই-উৎরাই পেরিয়ে ৮ বছর পর টেস্টের দায়িত্বভার দেওয়া হয়েছে লিটনকে। সাকিব আল হাসানের অনুপস্থিতিতে বাংলাদেশের দ্বাদশ টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেকও হয়ে যায় তার।  সেই অভিষেক ম্যাচেই দুর্দান্ত নেতৃত্ব আর রেকর্ড গড়া জয়ে লিটনের সাফল্যের মুকুটে যুক্ত হলো আরও একটি পালক।

ইতিহাস গড়া জয়ের পর সংবাদ সম্মেলনে হাসিমুখে আসেন লিটন। প্রথমবার টেস্টের নেতৃত্ব দেওয়া লিটন চাপের চেয়ে অধিনায়কত্ব উপভোগই করেছেন বেশ। মিরপুর টেস্টে জয়ের পর তিনি বললেন, 'অধিনায়কত্ব অনেক উপভোগ করেছি। বোলাররা আমাকে যথেষ্ট সমর্থন দিয়েছে। উইকেটের পেছনে দাঁড়ায়ে আমি দেখব বোলাররা বল সুইং করাচ্ছে, স্লিপে বল যাচ্ছে। কিপিং করতেও মজা। আর আমি যদি অধিনায়ক থাকি, সে ক্ষেত্রে আরও ভালো লাগে, যেকোনো মুহূর্তে উইকেট পড়ার সুযোগ থাকে।'

টেস্ট অধিনায়ক হিসেবে ফুল মার্ক পেয়ে পাস করে গেলেন লিটন। সেই সাথে সবাইকে বার্তা দিলেন, তাকে দেশের ভবিষ্যত অধিনায়ক হিসেবে ভাবা যেতেই পারে। যদিও ব্যাট হাতে প্রথম ইনিংসে ভালো করতে পারেননি তিনি, করেছিলেন মাত্র ৯ রান। তবে দ্বিতীয় ইনিংসেই চেনা ছন্দে ফেরেন লিটন, ৬৬ রানে অপরাজিত থেকেছেন টাইগারদের নতুন এই অধিনায়ক।

অধিনায়ক লিটনকে অবশ্য সফল বলায় যায়। কেননা অভিষেক টেস্ট অধিনায়ক হিসেবে লিটন জিতেছেন বড় রানের ব্যবধানে। আফগানিস্তানকে ৫৪৬ রানে হারিয়েছে বাংলাদেশ। রানের বিবেচনায় এটি টেস্ট ইতিহাসে বাংলাদেশের সবচেয়ে বড় জয়। 

আরও পড়ুন

×